আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম শুধুই ঘুম...



স্কুল বা কলেজ জীবনে আমরা বিভিন্ন বিষয়ে রচনা লিখেছি ঢেড়। যখনই আমরা কোন বিষয়ে রচনা লিখেছি সে বিষয়টাকে সবচাইতে ‘Highlight’ করেছি, সেটাই স্বাভাবিক। বিজ্ঞান বিষয়ক রচনা (যেমন: কম্পিউটার, টেলিভিশন, বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ইত্যাদি, ইত্যাদি) লিখতে গেলেই যে বিষয়ই হোক না কেন লিখেছি যে- এটি ছাড়া আমাদের জীবন অপূর্ণ, অকল্পনীয় ইত্যাদি। ছোটবেলায় এরকম রচনা লিখতে লিখতে আমাদের জীবন শেষ হয়ে গিয়েছিল... কিন্তু ঐ যে কথায় বলে না, ‘মক্কার মানুষ হ‍‍‍জ্জ পায়না’, আমরাও ঠিক তেমনি আমাদের জীবনের সাথে যে বিষয়টি ওতপ্রত ভাবে জড়িয়ে আছে সেটি নিয়ে খুব বেশি উচ্চ-বাচ্চ্য করিনাই, রচনাও লিখিনাই... সেটি কিঃ উত্তরঃ ঘুম... তাই ‘ঘুমপুরী’ ফ্ল্যাটের পক্ষ থেকে আমার ‘ঘুম’ সম্পর্কিত এই ক্ষুদ্র প্রয়াস... ঘুম শুধুই ঘুম... ‘ঘুমারু’ পরিচিতিঃ . সৌরভ ঘোষ (কুম্ভকর্ণ) . বিপ্লব রোজারিও (ঘুম রাজ) . সোহেল রিবেরু (ঘুম কুমার) . তুষার মারমা (ঘুম বিলাশী) . ড্যানি হাসদাক (ঘুম পাত্র) . জনি মন্ডল (ঘুম শ্যামা) . বাপ্পী হাসদাক (ঘুমেষ নন্দী) ঘুম বিচিত্রাঃ বিভিন্ন প্রকার ঘুম- . ইচ্ছা ঘুম ( ইচ্ছা হলেই যিনি ঘুমাতে পারেন, যেমনঃ তুষার মারমা) . মারামারি ঘুম (উপরেরটার বিপরীত, যেমনঃ উজ্জল) . ভাত ঘুম/দিবা ঘুম (দুপুরে খাবার পর যে ঘুম আসে... এর victim আমরা সবাই) . শিশুদের ঘুম (perfect ঘুম) . আপত্তিকর ঘুম (নিম্নাংগের কাপড় বেকায়দা হলে আর কি...) ** এর উদাহরণ দেওয়া ঠিক হবে না... দিলে মাইর খাবার সম্ভাবনা আছে। . মারাত্মক ঘুম (আপনার ঘুমন্ত অবস্তা থেকে কেউ যদি আপনার বিছানার চাদর চুরি করে নিয়ে যায়) . Tension যুক্ত ঘুম (পরীক্ষার, Visa পাবার, চাকরীর interview’র, বিয়ের পূর্ব রাত্রি...) ** এইটা আসলে Continuous Tense . বিবাহিতদের ঘুম (তুমি আর আমি ছাড়া এইখানে কেউ নাই কেউ নাই...) ** আমাদের মধ্য অনেকেই প্রেম করে কিন্তু এখনো খুব সম্ভবত ঐ পর্যায়ে কেউ যায়নাই... ঘুম সম্পর্কিত কিছু (অ)সাধারণ জ্ঞানঃ . আপনি জানেন কি, অধিকাংশ মানুষ তার জীবদ্দশায় এক-তৃতীয়াংশ সময় ঘুমিয়ে কাটায়।

আর মাটিতে বেশি চাপ পড়বে ভেবে ঘোড়া না শুয়ে দাঁড়িয়ে ঘুমায়... . “ঘুমের জন্য নিদ্রা কুসুম তেল অব্যর্থ”- তাসমেরি কোং ** (ভাববেন না যে আমি তাদের advertisement করছি...) . ঘুমের কথা কোন জায়গায় নেই? ছোট বেলায় বাংলা ভাবসম্প্রসারনেও ঘুমের কথা পড়েছেন... “বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা নয়নের অঙ্গ যেন নয়নের পাতা...” ** (এখানে ‘বিশ্রাম’ বলতে কবি কিন্তু ঘুমকেই indicate করেছেন...) . একজন মানুষ ঘুমের মধ্য গড়ে ৪০ বার নড়াচড়া করে। ** (ইশ! ছোটবেলায় ঘুমানোর সময় নড়াচড়া করলেই মা বকা দিতেন- এই তথ্য জানা থাকলে একটু ঝাড়ি নেওয়া যেতো...) সাধু সাবধান!!! . নেপলিয়ন বোনাপার্ট এই ফ্ল্যাট বাসিন্দাদের একজন বড় শত্রু!!! তিনি নাকি যুদ্ধের সময় ঘোড়ার পিঠেই ঘুমিয়ে নিতেন (আল্লাহ মালুম কিভাবে সম্ভব!!)। সর্বসাকুল্য ২৪ ঘণ্টায় তিনি ৪-৫ ঘন্টা ঘুমাতেন। ** (মন্তব্যঃ ব্যাটা নিশ্চয়ই insomnia তে ভুগতেন... বীর মানুষতো তাই আমার ওনাকে নিয়ে বেশি প্যাঁ-পুঁ করা ঠিক হবে না...) ঘুমের কবিতা, কবিতায় ঘুমঃ ঘুম পাড়াতে শিশুদের জন্য অব্যর্থ টনিক হচ্ছে ঘুমের কবিতা... এক্ষেত্রে “ঘুম পাড়ানি মাসী, পিসি মোদের বাড়ী এস” এ কবিতার জনপ্রিয়তা মমতাজ এর ‘ফাইট্টা যায়’ থেকেও কিংবদন্তীতুল্য... আর এই কবিতাতো সবারই জানা... “ঘুমের আমি ঘুমের তুমি ঘুম দিয়ে যায় লোক চেনা...” আমার গানের মালা করব কারে দানঃ ঘুম নিয়ে কিছু বিখ্যাত গান- . আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা... চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা... **( এই গান গাইতে গাইতে কোন এক মা নিজেই নাকি ঘুমিয়ে গিয়াছিলেন... বাচ্চা কিন্তু ঘুমায়নি, দিব্বি খেলছিল...) . ঘুমিয়ে থাকগো সজনী, ফুলেরও বিছানায়... **( রিয়াজ, শাবনূর, শাকিলের কঠিন ‘Triangle Love Story’- সবচেয়ে বড় কথা এখানেও ঘুম মুখ্য। ) ঘুম সম্পর্কে আরো জানতে চাইলে log on করুন http://www.ghum.com (website টি খুজে না পেলে ভাববেন এটি এখনও ঘুম থেকে জাগ্রত হয়নাই!) শেষ কথাঃ মানুষ হয়ে জন্ম না নিয়ে শুধুমাত্র ‘ঘুম’ হয়ে জন্ম নিলে কতইনা সুন্দর হত!!! এত হিংসা, যুদ্ধ, মারামারি, ছেড়া-ছিড়ি, মনোমালিন্য কিছুই থাকত না।

অতএব, ঘুমই সত্য, বাকি সব মিথ্যা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।