আমাদের কথা খুঁজে নিন

   

শূন্য*অসীম*শূন্য = তুমি, আমি এবং আমরা

শঙ্খপাপ আমার

ওসে ধানক্ষেত ঘনপালতোলা বাতাস বা জলবিহারি শিষ; না, না- এইসব অবুঝ ছাইপোষ কথা সে নীলাক্ষহাঁস- সারাদিন জলকৈলি করে শুকনো গাঁয়ে। ওসে কুয়ার রহস্য, ঘুঙুরব্যাঙ আমি দেখেছিলাম কতো হেমন্তপালক সন্ধ্যায় আমাদের পাড়ায় কতো মাঝরাত্তিরে দোয়েল আসে ল্যাংটা গায়ে আমাদের কার্নিসে শরীর পাল্টায়, জামা পাল্টায় ওসে জামা-শরীর-দোয়েল; আমার পেটে এখনো পড়েছি দু'গুচ্ছ বিষণ্ণ মালমদ শরীর হয় নি নির্ঝর পাতাভোলা নিরজন ঘাট যা, যা এইসব ছায়ালক্ষীবট ব্যস্ত শহরতলী কদম কিংবা মানুষাচ্ছন্ন রিকশা; ওসে নেশা-ঘাট-রিকশা আমি পারাপার যাবো বিহানে। ওসে পাড়ার জানালানজরকুমারী শৈবালকিশোরছানা, বেহুঁশ লয়ের হকার- আলোকবর্ষ দূর বিজ্ঞাপনের সন্ধ্যাকালীন সংস্করণ; আমি শূন্য, তুমি অসীম, আমরা শূন্য, তুমি অসীম আমি অসীম, তুমি শূন্য; ওসে ঈশ্বরের দিকে মধ্যমা নির্দেশ করি বলি, 'এখন ব্যস্ত আছি, পরে আসেন।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।