আমাদের কথা খুঁজে নিন

   

পাঁচ বছর বয়সে বিমান পাইলট!

দুদু নামের ছেলেটির বয়স সবে মাত্র ৫। আর এ বয়সেই অবাক হওয়ার মত কাণ্ড ঘটিয়ে ফেলেছে সে। বেইজিংয়ের বিমান প্রশিক্ষণ কেন্দ্রে কয়েকদিন আগেই ভর্তি হওয়া দুদু'র কীর্তিতে অবাক গোটা দুনিয়া।

গত ৩১ অগাস্ট বেইজিং ওয়াল্ডলাইফ পার্কের ওপর দিয়ে উড়ে গেল একটি প্লেন। ৩৫ মিনিট ধরে আকাশে চক্কর কাটল সেটা।

আর সেই বিমানের পাইলট ছোট্ট দুদু। যে বয়েসে খেলনা প্লেনও অনেকেই চালাতে পারে না। সেই ৫ বছর বয়েসেই আস্ত একটা প্লেন দক্ষতার সঙ্গে চালাল হি আইদে, ডাক নাম দুদু (বাংলায় যাকে দুষ্টু বলে)। দুদুই এখন বিশ্বের কনিষ্ঠতম পাইলট। কদিনের মধ্যেই গিনিস বুক ওয়ার্ল্ডে উঠতে চলেছে দুদুর নাম।

দুদু গত বছরেই একটা কাণ্ড ঘটিয়ে আলোচনায় এসেছিল। যে কাণ্ড দেখতে ইন্টারনেট দুনিয়া একেবারে হামলে পড়েছিল। ইউটিউবে আপলোড করার ভিডিও দেখানো হয়েছিল -১৩ ডিগ্রি সেলসিয়াসে খালি গায়ে দৌড়াচ্ছে দুদু।

দুদুর এই কীর্তিকলাপের পিছনে নিয়ামকের ভূমিকায় তার বাবা। ভালবেসে দুদুর বাবাকে সবাই ডাকে `ঈগল ড্যাড` বলে।

দুদুর মধ্যে অ্যাডভ্যাঞ্চার, সাহস সব তিনিই ঢুকিয়েছেন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।