আমাদের কথা খুঁজে নিন

   

সেই পাগলের সংগ্রামী গান

FROM MIRPUR DHAKA

(কোন এক কঠিন ভবিষতের কথা) এক পাগলে মাঝে মাঝে কয় আর পাগলে শোনে সেই পাগলে উত্তর লয় আর লিখে রাখে সচেতনে শোন সদ্য ফোঁটা কঁলি সেই কথা আজ বলি জানায় পাগল গানের সুরে ফুটপাতে আর গলি তারা কেন ভবঘুরে এক পাগলে আর পাগলের পানে হাত খানা দাও একটু দেখি ছুয়ে বুক খানা দাও একটু দেখি নুয়ে দুঃখ কত তোমারও কেন শান্তির পিছু যন্ত্রনার চিন্হ কত গাঢ় আছে কি জলন্ত স্মৃতির কিছু ঠিক আছে তরে চলো ঘুরে আসি জোৎস্না ঘেরা বনে এসো পাশাপাশি পথ হারা দুজনে ভবঘুরে আজ তুমি আমারেও নাও কাছে লোকালয়-গিড়ি-মরুভুমি আমাদেরে হাতাছে সেই খানে গিয়ে প্রার্থনা করি চলো জীবন নতুন হোক এই পরিচিত প্রান্তরে চাই না অমরলোক জেতে চাই জনভ্যন্তরে সেবার ব্রত নিয়ে করি পৃথিবী প্রদক্ষীন শান্তির খোঁজে গিয়ে হই র্জীণ-ক্লান্ত-মলিন। আমরা না হয় পৃথিবীর কাছে প্রয়োজনহীন আমরা না হয় আজ প্রত্যাখ্যাত সার্বোজনীন নিলেমই না হয় স্বেচ্ছায় দারিদ্র পরিধানে বিবেকের পরাজয় না হয় নিলেমই মেখে অভিমানে মৃত্যু র কাছ ঘেঁষে যারা আজ শুঁয়ে বসে ঠাঁই মিললো শেষে না হয় ভালবেসে মমতা বিহীন মোরা যতই যন্ত্রনা সহি ঝড়-বৃষ্টি-ক্ষড়া হোক যত বিদ্রোহী আমরা পাগল হবো অবুঝের তরে আমরা পাগল রবো অবুঝের কাছে পথোভ্রান্ত রবো দিশা হয়ে পাসে কোন মুল্যয়নের রবে না লোভ কোন পদাসনের রবে না ক্ষোভ আমরা হবো কালোর মাঝের হঠাৎ ক্ষীণ আলো দুঃখের চোখ হঠাৎ ঝাঁঝের কেন বিদ্রোহ ছিটকালো পৃথিবীর যেই ভগ্ন দশা হঠাৎ প্রশ্ন জাগায় মনে উত্তর খুঁ জি বিবেকের সহসা অন্তত সমাধান প্রয়োজনে উত্তর দাও বিবেক কেন ছেড়েছি ঘর আজ কেন যাযাবর গুনি কেনই বা প্রহর কি উত্তর এ কেন-র কেন এত নাই নাই কেন এত বিভ্রান্তী "উত্তর একটাই শািন্ত শান্তি শান্তি" চেচিয়ে বললো বিবেক ভাল করে ভেবে দেখ হয়তো বিবেক আবার বললো অনর্গল সে বলেই চললো "যে অনিয়ম দুর্নীতি প্রতি রন্ধে রন্ধে আর প্রানহীন প্রীতি বিকিকিনি বন্ধে এ থেকে মুক্ত কর মুক্ত কর দেশ না হয় পৃথিবীর ভর ডাকিবে বিনেষ আজ হতে আজ হতে শুধু ধ্বংশের বীজমন্ত্রে যাত্রা শুরু যে পথে নতুন সমাজ সৃষ্টিরতন্ত্রে বিলা-বো স্বারকলিপি গুণছিলেম যে দিনক্ষণ ঘর ছেড়ে তথাপি আমাদের এ নির্বাসন আজ হবে চুরান্ত ধ্বশাবই প্রহসন ছুটলো দুরন্ত এস্পার ওস্পার মন আর ফিরলোনা তারা হলো না দেখা পেলাম স্বারকলিপি উম্মুক্ত বারুদে লেখা সংগ্রামী গান ঘুরে ফিরে আসে শুধু ফেরে না সেই পাগল সেই সংগ্রামীরা আর পাশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।