আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টুতে সুপার ইউজার যেভাবে হবেন

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

অপারেটিং সিস্টেম: উবুন্টু, লিনাক্স, ফেডোরা যা শিখামু: আপনার পাসওয়ার্ড পরিবর্তন, উবুন্টুতে সুপার ইউজার হওয়া, root একাউন্ট চালু করা ইত্যাদি। সতর্কতা: সিস্টেমের বারোটা বাজলে দায়দায়িত্ব আপনার।

লিনাক্স অপারেটিং সিস্টেমে root নামের একটি সুপার-ইউজার একাউন্ট থাকে। সিস্টেম এডমিনিস্ট্রেশনের অনেক কমান্ড আর গ্রাফিকাল-এপ্লিকেশন চালাতে গেলে root একাউন্ট দিয়ে লগিন করতে হয় অথবা কমান্ড-লাইনে নিচের কোড লিখে root এর পাসওয়ার্ড দিলে সাময়িকভাবে সুপার ইউজার এর সুবিধাগুলো উপভোগ করা যায় টার্মিনালে লিখুন: su এরপরই আপনাকে root এর পাসওয়ার্ড দিতে হবে। root এর পাসওয়ার্ড আপনার কাছ থেকে চাওয়া হয়েছিল লিনাক্স ইনস্টলেশনের সময়ই। আরেকটি বিকল্প হচ্ছে প্রতিটি কমান্ডের আগে sudo কথাটি লিখে দেয়া। যেমন, উবুন্টুতে apt-get এপ্লিকেশনটি চালানোর আগে সাময়িকভাবে এডমিনিস্ট্রেটরের সুবিধা নেওয়ার জন্য নিচের কোড লিখতে হবে।

টার্মিনালে লিখুন: sudo apt-get update এবার কিন্তু আপনাকে আপনার নিজের একাউন্টের পাসওয়ার্ড ডিতে হবে, root একাউন্টের নয়। কারণটা কি? উবুন্টু ৮.১০ ডেস্কটপ এডিশনে root নামের কোন এডমিনিস্ট্রেটর একাউন্ট-ই নেই, যেমনটা থাকত লিনাক্সের অন্য সব এডিশনে। কারণটা হচ্ছে, উবুন্টু কর্তৃপক্ষ মনে করে root হিসেবে লগিন করে যেসব প্রিভিলেজ বা সুবিধা পাওয়া যায়, সেসব অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করে আপনি সিস্টেমের বারোটা বাজিয়ে দিতে পারেন। তাই root নামের কোন একাউন্ট-ই উবুন্টুর সর্বশেষ সংস্করণে রাখা হয়নি। সত্য কথা বলতে গেলে, root এর সব সুবিধাই sudo দিয়ে করা যায়।

তারপর-ও যদি আপনি সুপার ইউজার হতে চান, তাহলে root একাউন্ট এনাবল (সক্রিয়) করতে হবে। root একাউন্ট এনাবলের জন্য root এর জন্য পাসওয়ার্ড নির্ধারণ করে দিতে হবে। এজন্য টার্মিনালে নিচের কমান্ড লিখুন (শুধু root নয়, যেকোন একাউন্টের পাসওয়ার্ড-ই বদল করা যাবে এই কমান্ড দিয়ে) টার্মিনালে লিখুন: sudo passwd root এরপর আপনার নিজের একাউন্টের পাসওয়ার্ড দিন। এবার root এর জন্য নতুন পাসওয়ার্ড দিন। পাসওয়ার্ড নির্ধারণ করে দিলে root একাউন্ট সক্রিয় হয়ে যাবে।

এবার টার্মিনালে su কমান্ড লিখে আপনি সুপার ইউজার হিসেবে উবুন্টু চালাতে পারবেন। root বাদে অন্য কোন ইউজার, যেমন amrakatherdekhi এর পাসওয়ার্ড বদলাতে হলে টার্মিনালে নিচের কমান্ড দিন: টার্মিনালে লিখুন: sudo passwd amrakatherdekhi সাবধানতা: root একাউন্ট ব্যবহার উবুন্টু কড়াকড়ি ভাবে নিষেধ করে দিয়েছে, তাই নিজের ঝুকি নিয়েই সুপার ইউজার হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.