আমাদের কথা খুঁজে নিন

   

পাক আর্মি

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

পাক-ভারত যুদ্ধ চলছে। দেশে খুব অভাব (আসলে বাংলাদেশে)। পাক আর্মিরা বাজারে বাজারে টহল দেয়। কেউ মজুতদারি করছে কিনা, কেউ জিনিসপত্রের দাম বেশি রাখছে কিনা এসব দেখভাল করে।

পাক আর্মির একটা দল টহল দিতে দিতে মুরগির বাজারে গেল। তাদের অফিসার মুরগি বিক্রেতাকে জিজ্ঞেস করল : এ্যা ব্যাটা, তুম মুরগি কো কিয়া খিলাতা? মুরগি বিক্রেতা কাঁচুমাচু হয়ে জবাব দিল : সাব, হাম মুরগি কো চাউল খিলাতা হ্যায়। : ক্যা, তুমহারা মুরগি চাউল খাতা? হামারা বাঙাল ভাইলোগ খানেকে লিয়ে চাউল নেহি পাতা আর তুম মুরগি কো চাউল খিলাতা? বেতমিজ। বলে মুরগি বিক্রেতাকে দিল রাম ধোলাই। পরের সপ্তাহে টহল দল আবার বাজারে এল।

ঘুরতে ঘুরতে তারা মুরগি বাজারে। আগের সেই মুরগি বিক্রেতা টহল দলকে দেখে তটস্থ। অফিসার এগিয়ে গেল তার দিকে। : এ দোকানদার, তুম মুরগি কো কিয়া খিলাতা? মুরগি বিক্রেতা আগের অভিজ্ঞতা ভোলেনি। এবার তাই সে বুদ্ধি করে জবাব দিল : সাব হাম মুরগি কো গম খিলাতা।

: ক্যায়া, তুম মুরগি কো গম খিলাতা? হামারা পাঞ্জাবী ভাইলোগ খানেকে লিয়ে গম নেহি পাতা অর তুম মুরগি কো গম খিলাতা? শালা হারামি লোগ। বলেই বেদম মার। মুরগি বিক্রেতার দু চোখে আন্ধার। পরের সপ্তাহ। আবার প্রশ্ন : এ দোকানদার, তুম মুরগি কো কিয়া খিলাতা? : সাব হাম মুরগি কো কুচ নেহি খিলাতা।

হাম ওসকো দু-চার আনা পয়সা দে দেতা, ও বাজার মে ঘুম ঘুম কে যো কুচ পাতা খরিদকে খা লেতা। : বহুত আচ্ছা, তুম আচ্ছে দেমাগকে আদমি হো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।