আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয়জন

আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে

সে বসেছিলো একাকী বিষন্নতায় তাকে ঘিরেছিলো আত্মারা। গনগনে চিতার ছাইয়ে কোথাও তখনো জ্বলে উঠে দিয়ার যেমনটা জ্বালিয়েছিলো কালিপূজাই বাড়ীর পেছনের ভাঙা দেয়ালে, দেহটা টুকরো টুকরো ধোঁয়া হয়ে জমতে থাকে বায়ুহীন শূন্যে দুখ্‌বর্ণ ধোঁয়ার মেঘে একত্রিত হয় আত্মারা, স্মৃতিগুলো পাক খায় কুন্ডলীর ভেতর- তখনো বায়ুরা নিয়ন্ত্রণে ছিলো কষ্টের বৃক্ষরাজি ঠায় দাঁড়িয়েছিলো নির্লিপ্ত চেহারায়, ছাইয়ের কণায় ভরকরে ছুটে চলে অসংখ্য পাতায় পাতায় দুলতে থাকে অবিরত, চিতার উত্তাপ কমে- ফিরে যাবার কালে সে আর পেছন ফেরেনা, তাকে ঘিরে রেখেছে বৃত্তাকারে আত্মারা।। ...................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।