আমাদের কথা খুঁজে নিন

   

বিদায়, বিদায়।



যেদিন বুয়েটে শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলাম, সে দিনটি আমার জীবনের সবচেয়ে আনন্দময় দিনগুলোর মধ্যেও অন্যতম। আনন্দের আতিশয্যে অনেকে অনেক কিছু করে, আমি তেমন বেশী কিছু করিনি। ইয়াহুতে নিজের সিগনেচার হিসেবে শুধু লিখেছিলামঃ লেকচারার, সিএসই বিভাগ, বুয়েট। ইমেইল টাইপ করার পর যখন সিগনেচার এর দিকে চোখ যেত, নিজের অজান্তেও কি একটু গর্ব বোধ করতাম না?? আজকে ছিল বুয়েটে আমার শেষ কর্মদিবস। যে প্রতিষ্ঠানের ছাত্র হলেই সবাই ভিন্ন এক চোখে দেখে, যেখানে জীবনের সবচেয়ে সুন্দর আর মূল্যবান কতগুলো বছর কাটলো, সেখানে শিক্ষক হিসেবে সুযোগ পাওয়ার অনুভুতি ভিন্ন রকম।

ভিন্ন দৃষ্টি থেকে যখন আমার ছাত্রদেরকে দেখতাম, মজা পেতাম, ভাল লাগত। কতটুকু পেরেছি জানি না, চেষ্টা করেছি সবটুকু দিয়ে। আমার ছাত্রছাত্রীরা আমাকে আপন করে নিয়ে আমার আনন্দ বাড়িয়ে দিয়েছে শতগুনে! বিদায়ের সময় তাই অনেক স্মৃতি চলে আসছে আমার মনে, জীবনের বাকি দিনগুলোতে এই স্মৃতিগুলো আমার সম্পদ হয়ে থাকবে। বুয়েট এবং এর মানুষগুলোর জন্য আমার মনে ভিন্ন এক জায়গা থাকবে সবসময়। আমার ছাত্রছাত্রীরা সবচেয়ে ভাল, এই কথা আমি সবসময় বিশ্বাস করে এসেছি (আমিও তোমাদেরই একজন )।

তারা সফল মানুষ এবং ভাল মানুষ হবে এই দোয়া করি। আগামী দিনগুলোতে তাদের নাম আমি সবসময় শুনতে পাব, এটা নিশ্চিত। বিদায়কালেও বেশি কিছু করলাম না, ইমেইলের সিগনেচারটা আবার পরিবর্তন করে দিলাম শুধু।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।