আমাদের কথা খুঁজে নিন

   

এই হোন হোননা

নিজে নিজে যা তাই, সাথে আছে আর একজন

মুন্নি:আরে আরে তিন্নি নাকি? তুই কবে এলি। তিন্নি: এই তো কয়দিন অয়। তিন্নি: এই মুন্নি একটা কতা হোনবি? হোননা আমার না কিছ্ছু ভাল্লাগেনা কি করি বলতো। মুন্নি: কেনরে ভাল লাগেনা । আচ্ছা তোর ইয়ের....................খবর কি।

শুনেছি সে নাকি আবার অন্যজনের সাথে ..............................। তিন্নি: কি কইতাম হের কতা। হেয় যদি ভালাই অইত তাইলে কি আর ইমুন করত নাকি। মুন্নি: কেমন করে রে। এই তিন্নি বলবি আমাকে একটু।

তিন্নি: কেল্লাইগ্গা তুই কি জানছনা হেয় কি করে। মুন্নি: কি করে রে। তিন্নি: কি করে আবার কি । মুন্নি: হায় আল্লাহ তুই এইটাই বলতে পারিসনা ও কি করছে না করছে। তাইলে তুই কি করছিস এবার বল শুনি।

তিন্নি: কি এক মজজ্জার কাহিনি। হুনবি হুনতে হুনতে তোর কান জালাপালা হইয়া যাইব নাকি আবার। না থাগ্গা তোর কান জালাপালা করোনের লাইগ্গা আমি আহিনাই । আমি আইছি অহনে আসল কতা কইতে। তুই আমারে ইটটু হেলেপ করবি।

মুন্নি: বল শুনি। না থাক শুনবনা । তিন্নি: কেন হুনবি না । একটু হোন। তুইনা বললি হুনবি।

অহনে আবার না করছ কেল্লাইগ্গা। মুন্নি: পরে এক সময় শুনবনে এখন শুনবনা। চল একটু ঘুরে আসি। তাইলে তোর ভাল লাগবে। তিন্নি: তোরে না ফরতমই কইছি আমার কিছ্ছু ভাল্লাগেনা।

তারফরেও তুই কছ ঘুইরা আইতে। তাইলে কি তুই আমার কতাডা হুনবি। মুন্নি: ঠিক আছে দেখা যাক। চল দেখি ঘুরতে ঘুরতে আগে কেমন লাগে তারপর তোর কথা শুনা যাবে নে। তিন্নি: তাইলে একটু হুইন্না রাক।

ফরে ঘুরার সময় বাহিটুকু হুনিছ। মুন্নি: আরে তিন্নি তুই তো বেশ পাগল হয়ে গেছিস। তিন্নি: না ফাগোল অইনাই আমারে ফাগোল বানাইছে। মুন্নি: থাক। আর বলতে হবে না ।

আমি তোর আসল কথা বুঝতে পেরেছি। তুই আবার নতুন আরেক জনের পাল্লায় পড়েছিস। মুন্নি: শুনে রাখ তিন্নি নতুন নতুন সবই ভাল; পুরান হলে তা নয়! এই কথা কি তোর মনে রইল না অক্ষয় । তিন্নি: মুন্নি তুই আমার কতাডা না হোইন্নাই। শুরু কইরা দিছত তোর ঠঙের কতা।

আরে মুন্নি হোন, হোননা, একটু হোন, হোনেই দেখ কি কই। হোনবি না তাইলে। মনে বড় কষ্টি পাইলাম শেষ মেষ তুইও হের মত কষ্ট দিবি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।