আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনের ধারাটা কোনদিকে যাওয়া উচিত?

এই আন্দোলন যাতে জনগণের আন্দোলন থাকে সে চেষ্টাটা করতে হবে ব্লগারদের। আমি বিশ্বাস করি ব্লগাররা চরম বুদ্ধিমান। এ ক্ষেত্রেও তাদের বুদ্ধির স্বাক্ষর রাখতে হবে। আমরা যখন সরকারের বিরোধী দলের জামায়াত-শিবিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়ছিলাম তখন লীগ সরকার একটা পলিটিক্স খাটাতে আমাদেরকে রাস্তায় নামতে দিয়েছে। আমরা জনগণ এটার সৎ ব্যবহার করতে চাই।

যারা আমাদের ইমোশনকে আঘাত করে রাজনীতি করে তাদের ভয়ানক একটা শিক্ষা দিতে চাই। আসুন সবাই আমাদের আন্দোলনকে সফল করে তুলুন। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সকল সমস্যা তুলে ধরি। সরকার আন্দোলনটা একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে চাচ্ছে। আমরা তাদের সেই সংকীর্ণতার গন্ডি থেকে বেরিয়ে আসি।

আমরা আন্দোলনটাকে একটা বহুমুখী আন্দোলনে রূপান্তরিত করি। সরকার চেয়েছিল আমরা এমনভাবে যাতে আন্দোলন করি। আমরাও করেছি। করছি। তবে তারা কী চেয়েছিল এটাতেই আন্দোলন সীমাবদ্ধ থাকবে না।

আন্দোলন হবে সব বিষয় নিয়ে। তাই জনগণ আসুন। আপনারা আসুন। এই একটা সুযোগ কাজে লাগান। দেশের উন্নতির জন্য এই সুযোগটা হেলায় ফেলে দেবেন না।

আমরা জনগণ আসলে কী চাই তা বলার প্লাটফর্ম এটা। আসুন। বলুন। কে কে আপনাদের বাঁশ দিয়েছে? সব বলুন আসুন এই প্লাটফর্মে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.