আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারইন-এর নতুন উদ্যোগ এবং দুটি গোপন কথা...

আই লাভ মাইসেল্ফ
ব্লগার ইশতিয়াক ভাইয়ের প্রস্তাবনায় এবং শাকিল, মুন্না এবং এরকম আরও কয়েকজন অতিউৎসাহী ব্লগার বন্ধুদের আগ্রহ ও সহযোগিতার আশ্বাসে কর্তৃপক্ষ শিশুদের সামহয়্যারইন/sb] নামে একটি গ্রুপ ওপেন করেছে। আমাদের সবার প্রস্তাবনা ছিলো_ গ্রুপ না করে শিশুদের জন্য সম্পূর্ণ আলাদা একটি ব্লগ পেজ তৈরি করার। যেমন_ সামহয়্যারইন-এর প্রথম পাতায় বাংলা/ইংলিশ অপশনের পাশে আর একটি বাটন অপনশন থাকবে "শিশুকর্ণার" নামে। যে বাটন অপশনে ক্লিক করলে সম্পূর্ণ ব্লগটি শিশুদের উপযোগী পেজে পরিবর্তিত হবে। যেখানে বড়দের কোনো লেখা থাকবে না।

ছোটদের উপযোগী সব লেখা। তবে বড়রা লিখতে পারবে। কিন্তু কর্তৃপক্ষ প্রথমে সেটি গ্রুপ আকারে প্রকাশ করেছে। প্রিয় ব্লগার বন্ধুরা, যারা ছোটদের নিয়ে লেখালেখি করতে চান কিংবা ছোটদের ভালোবাসেন তারা সবাই এই গ্রুপে যোগ দিয়ে এই গ্রুপের প্রয়োজনিয়তা তুলে ধরুন। আশা করি কর্তৃপক্ষ খুব শিগগির ব্লগ আকারে বিষয়টি তুলে ধরবেন।

গ্রুপে যোগ দিতে ক্লিক করুন_ Click This Link শিরোনাম যা দিয়েছি তার পরিপূর্ণতা হয়তো এ লেখাটিতে হয়নি। আর দুটি কথা বলে লেখাটি শেষ করছি তাই। খ. ১. শিশুরাই সত্যিকারের দেবদূত ২. আমি শিশুদের ভালোবাসি। কারণ শিশুরাই সত্যিকারের ভালোবাসতে জানে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।