আমাদের কথা খুঁজে নিন

   

কেও ঠেকে, দেখে শেখে কেও কেও



ভারতের নির্বাচন প্রায় অত্যাসন্ন। নির্বাচন ঘিরে ইতিমধ্যে নানামুখী প্রচারনায় মেতে উঠেছেন প্রার্থীরা। "ইউটিউবে ভিডিও ক্লিপ, ফেসবুক ও ব্লগে সর্বশেষ আপডেট, অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন আর মোবাইল ফোনে টেক্সট ম্যাসেজে নেতানেত্রীদের ভোট চাওয়া, সব মিলিয়ে নতুনভাবে জমে উঠেছে ভারতের সাধারণ নির্বাচনের প্রচারণা। খবর বিডি নিউজের। প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের ভোটারদের দলে টানতে মোবাইল ফোনে ম্যাসেজ পাঠাচ্ছে রাজনৈতিক দলগুলো।

নেতানেত্রীরাও সামাজিক যোগাযোগের বিভিন্ন ওয়েবসাইটে তাদের পেজে নিয়মিত ঢুঁ মারছেন, ব্যয় করছেন অনেকটা সময়। " খবর বিডি নিউজের। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ও পড়ে নিয়ম কৈরা মেইল পাইতাছি বারাক ওবামার। আর তারা নির্বাচনে প্রযুক্তি বিশেষ করে ইন্টারনেটেরে কিভাবে ব্যবহার করছে, সেটা তো বলার অপেক্ষা রাখেনা। উন্নত প্রতিটি দেশেই এমনটি হচ্ছে।

এই যখন অবস্থা, তখন আমগর এইনে সরকার এগুলার গলাচিপে ধরে! কিমাশ্চর্যম! আমরা এহনও এডজাক্ট কতো বছর পিছায়া আছি কেও কৈতারেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।