আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার কারা?

A "TRUTH" can walk naked but a "LIE" needs to be dressed . রাজাকার কারা? আক্ষরিক অর্থে রাজাকার শব্দের অর্থ হচ্ছে সেবাকারী। একাত্তর এর যুদ্ধের সময় যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষ শক্তিকে (পশ্চিম পাকিস্তান) সেবা করেছিল, তাদের খেদমত এ নিজেদের নিয়োজিত হয়ে দেশ ও মাটির সাথে বেঈমানি করেছিল তাদেরকেই সেইসময় রাজাকার বলা হয়েছিল। ঠিক একি ভাবে সমসাময়িক সময়ে যারা দেশ ও মাটির সাথে বেঈমানি করছে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধ শক্তি হিসেবে কাজ করছে বা বিরুদ্ধ শক্তির সেবা করছে তাদেরকে আমরা রাজাকার বলব, সে যে ধর্মের বা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন। সুতরাং যারা শুধু একাত্তরের সময় খুন ধর্ষণ করেছে শুধু তারাই রাজাকার, এখনকার তরুণ প্রজন্মের মধ্যে কোন রাজাকার নেই এই কথা সঠিক নয়। তাদের এই তৎপরতা যদি আমরা এখনি খামিয়ে দিতে না পারি তবে অদুর ভবিষ্যতে এরাই হয়তো জন্ম দেবে আরেকটি যুদ্ধের যা আমাদের জাতি কখনই আশা করেনা। তাই আসুন এদের বিরুদ্ধে আমরা এখনি ঐক্যবোধ হই, প্রতিরোধ গড়ে তুলি। এটিই সঠিক সময়। It's now or never. এদেরকে ধ্বংস করতে পারলে হয়তো ৩০ লক্ষ শহিদ ও ২ লক্ষ মা বোনদের গ্লানি হয়তো কিছুটা হলেই দূর করা সম্ভব হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.