আমাদের কথা খুঁজে নিন

   

আজ প্রাণ ভরে নেব অন্ধকারের স্বাদ

সুখীমানুষ

আজ প্রাণ ভরে নেব অন্ধকারের স্বাদ গাঁ এর পথে বহু বছর আগে চলা বহু পরিচিত বদলে যাওয়া এ পথে। হয়তো এ পথের শেষ চিনি, হয়তো না হয়তো এ পথ, হয়তো না তবু আমি এ পথে নিতে আজ অন্ধকারের স্বাদ। ঢাকবো অতীত আঁধারে এখন জীবনের শুরু এইক্ষণ থেকে। ঢেকেছে আমারে আঁধার আমি ঢেকেছি আঁধারে অতীত। এ আমি নতুন আমি আজ অন্ধকারের স্বাদে। ১৬-মার্চ-২০০৯, ঢাকা। (আমি গাঁ এর ছেলে। অন্ধকারের রাতে খালের পাশ দিয়ে কত রাত যে উদ্দেশ্যহীন ভাবে হেটেছি! হায়রে অতীত কি এত স্মৃতিময়?)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।