আমাদের কথা খুঁজে নিন

   

ত'গ বিজ্ঞাপনের আমি গুষ্টি কিলাই

দিলের দরজা ২৪/৭ খুইলা রাখি মাছি বসে মানুষ বসে না। মানুষ খালি উড়াল পারে! এক দিন আমি ও দিমু উড়াল, নিজের পায়ে নিজে মাইরা কুড়াল...

আমি জানি না ভুল হইলে আমারে শুধরাইয়া দিয়েন। এই মাত্র টিভিতে গ্রামীন ফোন আর প্রথম আলো অলা গ একটা বিজ্ঞাপন দেখলাম "একাত্তরের চিঠি"। দেইখা শুইনা এইডারে গ্রমীনেরই এ্যাড মনে হইল। তয় লাষ্টে গ্রামীন + আলো দুইডারই লগো দেখলাম। জানি না কি কারনে যেনো ১৬ ডিসেম্বর ২১ ফেব্রুয়ারী ২৬ মার্চ নিয়া ফোন অলাগ আলগা পিরিতের বিজ্ঞাপন গুলি দেখলে আমার মন মেজাজ বিলা হইয়া যায়। এই লুটেরা গ এমন গইলা পরা দেশপ্রেম দেখলে কেন যানি আমার একেবারেই সহ্য হয় না। দেশের মানুষের পকেট মারিয়া খোকলা করিবার নিত্যনতুন ফিকিরে যারা নিয়তই ব্যাস্ত আবার তাদেরই কাছে শিখতে হবে আমাকে দেশ প্রেম! এই আহাম্মক গুলি পারে ত ক্ষুদিরামের ফাঁসির মঞ্চও স্পন্সর করে বসবে এক দিন। যে কুপের উপর ক্ষুদিরামকে ফাঁসি দেয়া হয়েছিল তার ঘেরাতেই হয়ত নীল, লাল অথবা হইলদা কালিতে লেইখা দিবে আপনার বন্ধ সিমটি চালু করে 'ক্ষুদিরাম' টাইপ করলেই আপনি পেয়ে যাবেন ৩০০ মিনিট ফ্রী টক টাইম! চোর চোট্টা ত'গ বিজ্ঞাপনের আমি গুষ্টি কিলাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।