আমাদের কথা খুঁজে নিন

   

হাজারো স্বপ্নে যা হয়!

নিয়ম মেনে চলুন দেশের মঙ্গল করুন।

হাজারো স্বপ্নের মাঝে সবকিছু সত্যি হয় না, অনেককিছু ধ্বংস হয়ে যায় মনের গহীনে। তবু ও আমরা চেষ্টা করি বেচেঁ থাকতে। মানুষের আকাংখার নেই যেমন শেষ, থাকে সবসময় পেষ। স্বপ্ন দেখি আকাশে-বাতাসে-মাটি-পানি-বায়ুতে।

যেখানে যায় শুধু স্বপ্ন আর স্বপ্ন, হাজারো স্বপ্ন। আমার দ্বায়িত্ব জনগণের উন্নতি সাধিত করা। সুখে-দূঃখে জনগণের পাশে দাড়াঁনো। কিন্তু আমিও সবাইয়ের থেকে ভিন্ন নই। আমিও যে রক্তে-মাংসে গড়া এক মানুষ।

স্বপ্নগুলো হারিয়ে যাক আমি চাই না। চাই না কোনকিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে যাক। যার দ্বায়িত্ব আমার উপর বক্তাক। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল-সন্ধ্যা-রাত আসে, আবার ভোরের আলো ফুটে। পাখিগুলো গান করে।

আলোর বিচ্ছুরণ নালানায়, কখনো বা বারান্দায় ধাক্কা দেই। আমার ঘুম ভাঙ্গে। আর ঘুমাতে পারি না। চিন্তা করি জনগণের। কি দিয়ে উন্নয়নের পথ সুগম করা যায়।

আমি দোষ করি, যা আমার জানা আছে। কিন্তু সুযোগ করিয়ে দাও আমাকে একবার, স্বপ্নের জগৎ গড়ার। হাজারো স্বপ্নের মাঝে যা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.