আমাদের কথা খুঁজে নিন

   

জয়া আহ্সান নিখোঁজ এবং অতঃপর...

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

আমাদের বিনোদন জগত মানে মিড়িয়ার লোকজনকে নিয়ে আমজনতা পত্রিকা পড়ে বা কোন চাপাবাজের চাপাবাজি থেকে নানানরকম ধারণায় দ্রবীভূত হয়। এর কোন কোনটি অবাস্তব বা উদ্দেশ্যপ্রণোদিত আবার কোন কোনটি ভয়াবহভাবে বাস্তব ! আমাদের দেশের মানুষের ‘সত্য’ মেনে নেয়ার চাইতে ‘গুজব’ মেনে নেয়ার দিকেই ঝোঁক বেশি। মোদ্দাকথা হল মানুষ এম্নিতেই মিডিয়ার লোকজনকে নিয়ে নানানরকম ধারণা বা কল্পনা করে । বর্তমানে অতিদ্রুত অগ্রসরমান বিজ্ঞাপন শিল্প (!) কিছুদিন আগে আমজনতা কে জয়া আহ্সানের ‘নিখোঁজ সংবাদ” দিয়ে মুরগী বানিয়েছে। মিডিয়ারও অনেকেই প্রথমে বিভ্রান্ত হয়েছিলেন।

জয়া আহসানের ভক্ত সংখ্যা অগণিত। এটা কতটা তার অভিনয়ের জন্য তা আমার পক্ষে বলা মুস্কিল। তবে তার একটি ‘গুড গার্ল’ ইমেজ আছে। তাই টিভিতে যখন প্রচার হচ্ছিল “জয়া আহসান নিখোঁজ... তখন তার ভক্তরা সহ অনেকেই এমন কী আমিও অত্যন্ত দুঃশ্চিন্তাগ্রস্থ হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে “ফয়সাল-জয়া” জুটির ভক্ত।

আমাদের দেশে রাজা-রাণী প্রথা নাই। তবে আমার মনে হয় আমাদের দেশে রাজপুত্র এবং রাজকন্যা আছে। রাজপুত্র হল মডেল ফয়সাল এবং রাজকন্যা জয়া আহসান। তো এই জয়া আহসানই যখন নিখোঁজ তখন আমার দুঃশ্চিন্তাগ্রস্ত হওয়া খুবই স্বাভাবিক। যাই হোক নিখোঁজ সংবাদ প্রচার হবার পর কয়েকদিন খুব একটা খোঁজখবর পাওয়া গেল না ।

আমি ভাবলাম এতবড় একটা ঘটনা সবাই এরকম চুপ কেন? এরই মাঝে একদিন পত্রিকায় দেখলাম বাংলালিংকের ২০০% বোনাস এর এ্যাড এর সাথে জয়া আহসানের ছবি। আমি পুরোপুরি থ। আমিসহ অগণিত মানুষ থ হওয়াতে বাংলালিংকের বিজ্ঞাপনটির মনোবাঞ্চা পূরণ হয়েছে ঠিকই কিন্তু বাংলাদেশের রাজকন্যার প্রতি ঘৃণায় মন ভরে উঠেছে । মানুষ কমার্শিয়াল হয়েছে জানি তাই বলে এতটা ! তাও আবার জয়া আহসানের মত... তাঁর কাছ থেকে এটা আশা করিনি। হয়ত আমাদেরই ভুল ! আমরা জানি না কার কাছ থেকে কী আশা করবো ! এখন সবকিছুই কমার্শিয়াল।

ভবিষ্যতে কমার্শিয়ালিজম আরো ঘন ও গাঢ় হবে এতে কোন সন্দেহ নেই। তাহলে তখনও কী এ ধরণের চমক দেয়ার জন্য এর চাইতেও ভয়াবহ কোন ঘটনার অবতারণা করা হবে? যেমন ধরুন- ভবিষ্যতে হ্যাংলালিংক নামক মোবাইল কোং এর বিজ্ঞাপনের পূর্বে প্রচার করা হবে অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা গেছে দেশের শীর্ষ মডেল “আনারকলি” ধর্ষিত। কয়দিন পর তিনি দৃশ্যপটে এসে বলবেন আসলে হ্যাংলালিংকের সীমটি বন্ধ ছিল তো তাই কিছু যুবক আমার শ্লীলতাহানির চেষ্টা করছিল... মোবাইল বন্ধ থাকায় কারো সাহায্য চাইতে পারিনি! কথা দিচ্ছি আর কোনদিন মোবাইল বন্ধ রাখব না !!! আমরা চাই না এধরণের কিছু হোক... তবে লক্ষণ কিন্তু তা বলছে না.... পুনশ্চ-১ঃ ভবিষ্যত বিজ্ঞাপন বিষয়ে জাফর ইকবালের রচনা ও মাহফুজ আহমেদের অসাধারণ পরিচালনায় একটি অসাধারণ নাটক আছে নাম “বনলতা সেন”। বাজারে সিডি আছে । দেখতে পারেন।

আমার খুবই ভাল লেগেছে। পুনশ্চ-২ঃ বাংলালিংক ভেবেছিল ঐ বিজ্ঞাপন দিয়ে তারা বন্ধ সীমগুলো চালু করাবে। অন্যদের কথা জানি না ... আমার বাংলালিংক সীম একটিভ করার আর কোন প্রবৃত্তি অন্তত আমার হচ্ছে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।