আমাদের কথা খুঁজে নিন

   

।। প্রজন্ম চত্বর ।।

বাঙলা কবিতা .......................... ................ ওল্ড টেস্টামেন্টের পাতা ফুঁড়ে, প্রতিটি কালো হরফ থেকে উঠে দাঁড়াচ্ছে হাজার হাজার যিশু; ছুটে যাচ্ছে নতুন এক যুদ্ধভূমির দিকে, ওইদিকে সম্মিলিত মানব-ঠিকানা; কারও কাঁধে বিদ্ধ হবার জন্য নিজে-বওয়া ক্রুশকাঠ নেই। এটাই তো বিবর্তন! মানুষের ইতিহাসে ঝরে পড়া সমস্ত রক্তের দোহায়, কোনও ক্ষত শুকিয়ে যাবে না, কোনও ঝরারক্ত নেই যার টাটকা ঘ্রাণ আজও মানুষকে বিষন্নমাদকে ক্রুদ্ধ উন্মত্ত করে না; মানুষের স্মৃতির দোহায়, তোমাদের যুদ্ধ কোনও সম্রাটের পক্ষে নয়। কারও সিংহাসন রক্ষা, কারও-বা মাথার মুকুট পুনরুদ্ধার নয় তোমাদের উত্থানের মানে; অত্যাচারের দিন এখনই খতম করো, ছুটে যাও মুক্তির সন্ধানে... আবার রচিত হোক নিউ টেস্টামেন্ট! .......................... ................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।