আমাদের কথা খুঁজে নিন

   

ঘর-মন-জানালা......(৩) //

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

.........মাঝে মাঝে মনের যে কি হয়! সারা দিনই খালি মনটা এ ডাল থেকে ও ডালে ঘুরে বেড়ায়! ঘুরে বেড়াতেই থাকে! কেন যে এমন হয়! আসলে, মনই তো সব মানুষের। সর্বোত্তম পুঁজিপাটা। মন দিয়েই মানুষ সবকিছু গড়ে নেয়। মনের মত শক্তিশালী কিছুই হয় না। মধ্যবয়স্ক কাউকে সেই পড়িয়ে দিতে পারে তারুন্যের মুকুট।

মনই রচনা করে প্রেম। মনই এই শহরেরেয়ালে দেয়ালে, আকাশে-বাতাসে এঁকে দেয় নানা বর্ণের ছবি। মনই ভালবাসে, ঘেন্না করে, রাগ-আক্রোশ, বিদ্বেষ, মোহ --সবই তো মন। সে এক দুষ্টু দামাল ছেলে, শাষণ মানে না। আইন মানে না।

সভ্যতা মানে না। আজ তো কোন বিশেষ কিছু......... ঘটেনি আমার জীবনে! তবে কেন? কেন! রব সব সে সোনা/ রব হে সোনা/ ও ও ও.........!!! ইশকে বিনা কেয়া জীনা ইয়ারো ! ! ! ইশকে বিনা কি মরনা ইয়ারো !!! ................................................................................................... মাঝে মাঝে এমনই হয়। খুব ভাল লাগে। আবার মাঝে মাঝে মন বিগড়ে যায়। তবে, আমি মন খারাপ থাকলেও সেটাকে পাত্তা দিতে চাইনা।

আমি যখন কলেজে পড়ি, তখন একবার পেপারে পড়েছিলাম, আমরা, দুঃখ ভাবে থাকতে থাকতে অনেক সময় এতে এডিক্ট হয়ে যাই। তারপর, ওটা হয়ে যায় বিষণ্ণতা! বিষণ্ণতা খুব খারাপ একটা অসুখ। একে পাত্তা না দেয়াই ভাল। তাতে শরীর-মন ভাল থাকে। আর, বিষণ্ণতা শরীরকে ধ্বংস করে।

মনকে দূর্বল করে। আর, ভাল চিন্তাকে নষ্ট করে, এমনি অনেক বাধাই সৃষ্টি করে। তাই, দরকার কি, এমন একটা বেপারের দাস হওয়ার! তাই, আমি এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি সব সময় আর, আমার পরিচিত কেউ বা, প্রিয় কেউ যদি, কোন কারনে, দুঃখ ভারাক্রান্ত হয়, আমি তাকে ওই অবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।