আমাদের কথা খুঁজে নিন

   

দয়া করে সিদ্ধান্ত দিন

~ ভাষা হোক উন্মুক্ত ~

প্রিয় ব্লগ কতৃপক্ষ, চরম বিরক্তি আর হতাশা নিয়ে কিছু কথা বলি। ব্লগে চলমান অবস্থার পরিপ্রেক্ষিতে কি আপনাদের কিছু বলার আছে? ব্লগের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে, জনপ্রিয় ব্লগারদের ব্লগে ফিরিয়ে আনার বিষয়ে আপনাদের কি কোন মাথা ব্যাথা আছে? আপনারা কি চান যে এখন পর্যন্ত যে কয়জন নামী ব্লগার নিতান্তই সামহয়ারইনের মায়া কাটাতে না পেরে পড়ে আছেন, তারাও ব্লগ ছেড়ে চলে যাক? তাদের সাথে আমার মত আরও কিছু ব্লগার, যারা সুন্দর সুন্দর ব্লগ পড়ে, কর্মক্লান্ত একঘেয়ে দিনের কিছুটা সময় আনন্দের সাথে কাটাই, তারাও আর না আসি এখানে? না কি, আপনাদের কিছুই যায় আসেনা এই ব্যাপারে? সামহয়ারইন-ব্লগকে আজকের এই অবস্থানে নিয়ে যাবার পেছনে আপনাদের অবদানের চাইতে কিন্তু ওই সব দামী ব্লগার আর তাদের পাঠকদের অবদান অনেক বেশী। আপনারা হয়তো ভাবছেন সময়ের সাথে ব্লগারদের এই সব দাবী এক সময় থেমে যাবে, মানুষ ভুলে যাবে হাসিব, তামিম, নাফিস ইফতেখার নামের ব্লগারদের? ব্লগ তখন আবার তার সেই গতী ফিরে পাবে। এমনটা ভাবা স্বাভাবিক, কিন্তু তাও কিছু কথা থেকে যায়। আজ যাদের কারনে আন্দোলন হচ্ছে, তাদের সামহয়ারইনের প্রতি ভালোবাসার কোন মুল্য কি সামহয়ারইন দেবেনা? একটা ব্লগ লিখেই কেউ জনপ্রিয় হয়না, আস্তে আস্তে অনেক চরাই উৎরাই পেড়িয়ে একজন ব্লগার জনপ্রিয়তার শিখরে পৌছান।

সামহয়ারইনের স্টাফরা এখান থেকে টাকা আয় করেন, কিন্ত একজন ব্লগার অন্য ব্লগারদের ভালবাসা ছাড়া আর কি পান বলতে পারেন? কেন তারা ঘন্টার পর ঘন্টা ব্যায় করে সামহয়ারইনে ব্লগ লিখে চলেন? তাদের কি স্বার্থ আছে এর পিছনে? বিনে পয়শায় ব্লগ লিখার জায়গা করে দিয়েছেন বলেই যা খুশি তাই করতে পারেননা আপনারা। কথায় কথায় পোষ্ট মুছে বা প্রথম পাতা থেকে সরিয়ে কাউকে জেনারেল, কাউকে ওয়াচে নিয়ে যেতে পারেননা। সামহয়ারইন-ব্লগ অবস্যই কোন শিশুতোষ ব্লগ সাইট নয়। এখানে অনেক ধরনের ব্লগার অবস্যই আসবেন, যাদের সবার ব্যাবহার বা পোষ্টের ধরন সবার পছন্দ হবেনা। তারপরেও আমরা সামহয়ারইনে একটা পরিবারের মত থাকি, ভৌগলিক দুরত্ব বা বয়সের বাধাকে অগ্রাহ্য করে আমরা একে অন্যের বন্ধু হয়ে উঠি, কারও আনন্দে আনন্দিত হয়, কারও কষ্টে সমব্যাথী হই।

ব্লগের এতাই স্বাভাবিক পরিবেশ, তা না হলে আজ কেন হাসিবের আন-ব্যানের দাবীতে আন্দোলন হবে? যে কয়জন ব্লগার আজ আনব্যান হাসিব আবতার লাগিয়ে রেখেছেন, তাদের কয়জন হাসিবকে সামনে থেকে দেখেছেন, কথা বলেছেন? নাফিস ইফতেখার, আরিফ জেবতিক, তামিম ইরফানের ব্লগে এমন কিছু অবস্যই আছে যে কারনে তাদের ব্লগ মিস করে প্রায় সবাই। এবং এই কারনেই আমার আজকের এই পোষ্টের অবতারনা। কতৃপক্ষ, সামনে আসুন, আলোচনা করুন, সমস্যা থাকলে তার সমাধানও থাকবে। একচেটিয়া ভাবে আমরা বলতে পারিনা যে আমাদের যা চাই তা মানতেই হবে, আপনারাও একচেটিয়া সিদ্ধান্তের বোঝা চাপিয়ে দিতে পারেননা আমাদের উপর। নিজেদের ভুল স্বিকার করুন, ব্লগারদের ভুল ধরিয়ে দিন।

আমাদের ভালবাসার সামহয়ারইন-ব্লগকে আবার আগের মত প্রানবন্ত করে তুলুন। শুভ কিছুর প্রত্যাশায় .........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।