আমাদের কথা খুঁজে নিন

   

১২ মাসে ১৩ ছবি !!!

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

এই তরুনদের কেউ ছবি আঁকে, কেউ ছবি তোলে, কেউবা কবিতা লেখে গল্প লেখে, কেউ সিনেমার পোকা আকার কেউ গান করে কিংবা কেউ কিছুই করেনা শুধু ক্লাস করে। কিন্ত এরা প্রত্যেকেই স্বপ্ন দেখতে এবং দেখাতে জানে। [১/০] ....................... ব্রিডিশ বিরোধী আন্দোলন, বলপয়েন্ট, বাংলাদেশ, অস্থির সময়, রাস্তার কাক, নগ্ন নির্জন হাত, বেলী ফুল, পরবাস্তবতা, স্রোত, আবেগ, কোকের বোতল, রাজকণ্যা, বালকবেলা, ল্যাম্পপোস্ট, ক্যাম্পাস, বালিকা বা বালক বন্ধু, ইলিশ খিচুড়ী, পায়ের ছেঁড়া জুতো, পাশের বাড়ির জানালা, ভুত, রিকশা, ঘৃণা, চা-সিগারেট, মোজার গন্ধ, অসামাজিকতা, কাকজোছনা, উল্লাস, রং, ফুলের টব, বিনয় মজুমদার, দুধকাতি ধান, নিউজপ্রিন্ট, ওড়না, মুক্তিযুদ্ধ, বেতের চেয়ার, গণিত, এসএমএস, বাউলিয়ানা, রুপকথা, ঘুড়ি, মানবিকতা, মহিনের ঘোড়া, কুঁড়েঘর, বাল্ব, প্রেমের চিঠি, মুঠোফোন, ঘাসফুল, পতিতালয়, সুটকসে, নারকেল তেল, গোলাবারুদ, বাঁশপাবদা মাছ, ভাষা আন্দোলন, কাঁচা বাজার, থুথু, টিশার্ট, রিকশার অচেনা নারী.....................................[......................অসীম সংখ্যা]..........................................এবং ফেসবুক এদের ভাবনার উপকরন, বিষয়বস্ত ও ক্যানভাস। ১২ মাসে ১৩ ছবি এই দেখতে পারা এবং দেখাতে পারার অংশ।। ১২ মাসে ১৩ ছবি একটি অবাণিজ্যিক-অলাবজনক স্বল্পদৈর্ঘ্যের ছবি নির্মানের নিয়মিত-ধারাবাহিক প্রয়াস, প্রকল্প ও আন্দোলন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।