আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা যখন বিব্রতকর

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

প্রথম আলোতে গতকালের নিউজ ছিলো এটা (৯ মার্চ), এখনও আপডেট না হওয়া অনলাইন ভার্সনে যদিও খুজে পেলাম না। বিষয় বিজ্ঞাপনে নারী ও শিশুর অপব্যবহার ঠেকানো। কিন্তু এজেন্ডায় লেখা ছিলো জেন্ডার সচেতন বিজ্ঞাপন নির্মাণ বা এজাতীয় কিছু। জেন্ডার সচেতন কথাটা আক্ষরিক বাংলা করলে অনেকের জন্য হয়তো বিব্রতকর ঠেকবে, তাই এভাবেই লেখা হয়েছে নিউজটা। এক্ষেত্রে ঘুরিয়ে হয়তো লেখা যেতো।

ব্যক্তিগতভাবে আমি মডেল ও সুপার মডেলদের রুটিরুজিতে লাথি মারার বিপক্ষে। নারীর পণ্যায়নে নারীরাই সচেতন ভাবে এগিয়ে আসছেন। অনেকেই নিজের সৌন্দর্য্যের আন্তর্জাতিক কিংবা ক্ষুদ্র পরিসরেও হলেও স্তুতিসুলভ ব্যাপ্তি দিতে চান। তাই নারীকে পণ্য হিসেবে ব্যবহার কথাটা যারা ব্যবহার করে- দে একচুয়ালি টক শিট। (একান্তই আমার মত, কাউরে প্রভাবিত করতে নয়।

বিতর্ক করতেও অনিচ্ছুক)। মূল পোস্ট প্রথম প‌্যারায়, এইটা উপজাত এবং উপেক্ষণীয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।