আমাদের কথা খুঁজে নিন

   

(২) হ্যাকারদের টার্গেটে ফেসবুক!

যখন আমি হবো শুধুই স্মৃতি, আমার এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা গুলো সবার সামনে আমাকে আরো স্মৃতিময় করে তুলবে।

যারা ফেসবুকে ব্যক্তিগত ডাটা আদান প্রদান করেন তাদের আরো সাবধান হবার পরামর্শ দিলেন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইট নিরাপত্তা বিশেষজ্ঞরা। গত কয়েক দিন ধরে বিশেষজ্ঞরা সামাজিক ওয়েবসাইটগুলোতে আলাদাভাবে পাচটি নিরাপত্তাজনিত হুমকি চিহ্ণিত করেছে। বিশেষজ্ঞরা জানান মানুষের ব্যক্তিগত ডাটা সংগ্রহের জন্য হ্যাকাররা ফেসবুককে টার্গেট করেছে। কারণ ফেসবুকে একে অন্যের ডাটা আদান প্রদান করলে সহজেই অন্য কেউ তা সংগ্রহ করতে পারে। তাই একান্ত ব্যক্তিগত তথ্য ফেসবুকে প্রেরণ না করাই ভাল। বিবিসির এক সংবাদে বলা হয় হ্যাকাররা বিশ্বাস ও আস্থাকে পুঁজি করে ভুয়া মেসেজের মাধ্যমে সদস্যদের প্ররোচিত করে তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে নেয়। ট্রেন্ড মাইক্রোর ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রিক ফার্গুসন জানান ফেসবুক ইতোমধ্যেই কুবফেস নামে কয়েকটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। নিউজ নাও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।