আমাদের কথা খুঁজে নিন

   

মা ও মানচিত্র-১

টাকা-পয়সা কিছূ চাইনা, চাই বলতি ভর্তি সুখ

মা ও মানচিত্র-১ বাকী সবুজটুক লাল করে দেবো, মা তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা না-না-না, মা, হঠাৎ মেঘে ঢেকে যায় চাঁদ উদয়ের পথে কূয়াশা সাধে বাঁধ আমরা চমকে যাই, থমকে দাঁড়াই কোন কাঁধে থেমে থাকি না না-না-না, মা, তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা।। বার্গী হঠাই জঙ্গী আসে দেশে আজো ফাল্গুনে বারুদের গন্ধভাসে আমরা চমকে যাই, থমকে দাঁড়াই কোন শোকে ডুবে থাকি না না-না-না, মা, তবু তোমার মুখ আর কালো হতে দেবোনা।। বাকী সবুজটুক লাল করে দেবো, মা তোমার মুখ আর কালো হতে দেবো না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।