আমাদের কথা খুঁজে নিন

   

হৃদ-আয়না

শুকরেরও অধম....... আমি নরকের কীট

মাঝে মাঝেই ভাবি হৃৎপিন্ডটা আয়নার মত হয় না কেন? হলে ভালই হত। তাহলে হৃদয়ে যাকে রাখব, তার প্রতিফলনটা অন্তত দেখতে পেতাম। হিয়ার মাঝে লুকিয়ে থাকা মেয়েটাকে হৃদ-আয়নায় দেখে সেই আয়নায় পড়া ছায়াটার লজ্জিত চোখের দিকে তাকিয়ে নির্লজ্জ গলায় ভিলেনের হাসি হেসে বলতে পারতাম: "ভালবাসি"। হৃৎপিন্ডটা আয়নার মত হলে আরো কিছু সুবিধা হত: মেয়েটা তাহলে রোজ ওদিকে চেয়েই সাজতে পারত।পারত কি? নাকি লজ্জায় হাত কেঁপে লেপ্টে যেত চোখের কাজল? কে জানে? হোক না, তাতে কি,তবুও হয়তো ওদিকে মুগ্ধ হয়ে চেয়েই থাকতাম হয়তো ভোরের প্রথম আলোটা সেই হৃদ-আয়না দিয়ে প্রতিফলিত করে হিয়ার মাঝে ঘুমিয়ে থাকা সেই মেয়েটার মুখে ফেলে তার ঘুম ভাঙাতাম। আর সদ্য ফোটা ফুলের মত সদ্য ঘুম ভাঙা মেয়েটা ভ্রূ কুঁচকে হয়তো প্রথমে ঘড়ির দিকে তারপর আড়চোখে আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে আমার দিনটা সার্থক করে দিত...... কিংবা বিকেলের নরম হলদে কমলা কণে দেখা আলোটা আয়না দিয়ে ওর মুখে আলো ফেলে- ঐ মুখে তাকিয়ে বিশ্ব জগৎ ভুলে যেতাম। আর মেয়েটা মন খারাপ করলে বা রেগে গেলে ওর মান ভাঙাতে আমার হৃদয়টা তুলে দিয়ে বলতাম, "এটা হাতে নাও, ভেঙে ফেল আছাড় দিয়ে".... এক্কেবারে পারফেক্ট ব্ল্যাকমেইলিং!! জানি যত কিছুই করি না কেন, আমার হৃদয়, তা যত হালকাই হোক, কখনো ভাঙতে দেবে না মেয়েটা..... এমন আরো কত কিছুই করা যেত.... তবে এমনটা হলে সবচেয়ে বেশি সুবিধা হত ওর চোখ দুটো দেখতে। এমনিতে আমার চোখের দিকে সরাসরি কয়বার তাকিয়েছে মেয়েটা সেটা হাতে গুনে বলে দেয়া যাবে। ঐদিন দরজায় ধাক্কা খেয়ে কপাল ফুলিয়ে ফেললাম, ভাবলাম খানিকটা আদর পাব, আদর না ছাই! চোখ তুলে দেখতেই পেল না!! মেয়েটার চোখের দিকে পলকহীনভাবে তাকিয়ে থেকে ওর ভেতরে হারাবার শখ আমার অনেক দিনের... কাজটা করা হয়ে ওঠে না কখনো.... লজ্জা-দ্বিধা-সংকোচ- আর কি একটা অদ্ভুত অজানা জিনিসের কারণে। এই অদ্ভুত অজানা অনুভূতি না আমাকে তাকাতে দেয়, না ওকে..... জ্বালায়... ভীষণ জ্বালায়..... হয়তো ঐ চোখে তাকানো হবে কোনদিন,আর তাকানোর সাথে সাথে অনুভূতিটা হবে_ "বাজলো বুকে সুখের মত ব্যথা" কিংবা "ঐ চোখে তাকিয়ো না আমি লুটপাট হয়ে যাব"......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।