আমাদের কথা খুঁজে নিন

   

৭ই মার্চ একটি কবিতা,একটি আঙ্গুল,একটি দেশ ....................

শািন্তর প েথ আমরা সবাই

আজ ঐতিহাসিক ৭ই মার্চ ১৯৭১ সাল বাঙ্গালী জীবনে একটি অবিস্মরনীয় দিন সে দিনে বাঙ্গালীকে একটি আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলেন কিভাবে আর একটি কবিতা পাঠ করেন যা জাতি দিযেছিলৈন দিকনির্দেশনা শুনিয়েছিলেন শেকর বাঙাল গান - " এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম " কবিতা শুনে লাখ লাখ জনতা করতালী আর গগনবিদীরী স্লোগানের দিয়ে ঝাপিয়ে পড়ে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে । সেদিন বাঙালী জাতিকে তিনি শুধু মুক্তির এ মহাকাব্যই শোনানি , দিযেছিলন প্রতিরোধমন্ত্রণার কলাকৌশলভরা নির্দেশনাবলীও । তিনি বলেছিলেন আমি যদি হুকুম দিতে না পারি প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে গড়ে তোল তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে । আমরা যখন মরতে মিখেছি , তখন কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না রক্ত যখন দিয়েছি রক্ত আর ও দিব এদেশের মানুষকে মুক্ত কর ছাড়ব ইনশাআল্লাহ । আজ জাতির পিতা নাই তার কন্ঠ কবিতা আর শুনব না । তাহার কবিতাটি শুনার পর আর বাঙ্গালী ঘরে বসে থাকেনি সব প্রস্তুত হয় দেশের জন্য । আজ ৭ই মার্চ ২০০৯ সাল কি ভাবছে বাঙ্গালী এখন দেখার বিষয় । আজ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় সামনে অনেক প্রত্যাসায় রয়েছে । দেখি কি হয় ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।