আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের খেলাঘর; আমাদের রেফারী;আমাদের লাল-হলুদ কার্ড পাওয়া এবং স্বেচ্ছা অবসরে যাওয়া খেলোয়ারেরা

এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........

একজন হাসিব বা কয়েকজন বিমা-তামিম ইত্যাদিরা না থাকলে সামহয়ারের কিছুই যায় আসে না জানি অনেক পোষ্টের অনেক মন্তব্যের আড়ালে আমাদের এই লাল-কার্ড হলুদ কার্ড পাওয়া স্বেচ্ছা অবসরের খেলোয়ারদের খুববেশিদিন হয়তো কেউ মনে রাখবে না কিন্তু মাননীয় কর্তৃপক্ষ হাসিব ব্লগ স্থগিত করার মতন কি করলো সেটা যখন আমরা বুঝতে পারি না সেটা জানতে চাওয়া কি অপরাধ? আপনারা কেন সেটা জানাচ্ছেন না? কোন অপরাধ লোকসমক্ষে প্রকাশ করাটা কেন অপরাধ বলে গন্য হবে? হিন্দি সিনেমায় অথবা হয়তো বাস্তবেও আমাদের সন্ত্রাসীরা প্রকাশ্য রাস্তায় প্রকাশ্যে খুন করলেও তার সাক্ষি পাওয়া যায় না কেও স্বাক্ষি হতে চাইলে তার লাশ পাওয়া যায় ; হয়ে যায় গুম খুন; হাসিব ও কি তাই????????? এরপর সেই ইস্যুতেব একের পর এক সাধারন, কমেন্টব্যান, পোষ্টব্যান, ওয়াচ কতটা যুক্তি সঙ্গত আচরণ হয়েছে? কোন যুক্তিতে একজন আরিফজেবতিকের ব্রেকফাস্ট, ডিনার, তোতামিয়া পোষ্ট প্রথম পাতা থেকে সরে যায়; কেন একজন আরিফ জেবতিক অপমানিত ব্লগে দড়জা বন্ধ রাখেন? কেন একজন বিষাক্তমানুষ একজন ডটুরাসেল দিনের পর দিন কমেন্ট এবং পোষ্ট ব্যান থাকে? এই লম্বা কেনর লিস্ট বাড়াতে চাই না। সুধু যে ইস্যুতে এত কিছু হয়েছে সেই ইস্যুতে আমাদের রেফারীর সিদ্ধান্ত টা পুণর্বিবেচনার অনুরোধ জানাই। আমাদের লাল-হলুদ কার্ড পাওয়া; আমাদের স্বেচ্ছাঅবসরে যাওয়া ব্লগারেরা আমরা সবাই সামহয়ার কে ভালোবাসি ; ভালোবাসি বলেই আমরা সামহয়ারের ঘটনা প্রবাহে কষ্টপাই, ক্ষুব্ধ হই, আমরা স্বচ্ছতা চাই আমরা আমাদের অচেনা আপনদের আমাদের মাঝে দেখতে চাই। মাননীয় মডারেটর কর্তিপক্ষ না হয়ে সাধারন ব্লগার হোন, সাধারন ব্লগারের দৃষ্টিতে ব্লগ ঘটনাবলি পর্যালোচনা করুন। উৎসর্গ : আরিফ জেবতিক (বড় কষ্ট পাইছি আজকে তার ব্লগে ঢুকে) দৃষ্টি আকর্ষন: ব্যান খাওয়াটা ডালভাত বানায় ফেলা হটুভাই আপনারে নতুনব্লগারদের লিস্টিতে খোঁজার চেষ্টা কইরাব্যার্থ হইলাম থাকলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।