আমাদের কথা খুঁজে নিন

   

আমার বই বেরিয়েছে

একদিন-প্রতিদিন

‘একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার’ প্রকাশিত ঢাকার ইতিহ্যবাহী অমর একুশে গ্রন্থমেলায় বিয়ানীবাজার নিয়ে বেরিয়েছে সাংবাদিক আজিজুল পারভেজের একটি গবেষণা গ্রন্থ। ‘একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার’ নামক এ গ্রন্থটি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা ঐতিহ্য। একাত্তরের স্বাধীনতা সংগ্রামে বিয়ানীবাজারে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় রাজাকারদের দ্বারা সংঘটিত গণহত্যার বিবরণ স্থান পেয়েছে এই গ্রন্থে। এতে ওঠে এসেছে ১২৮ জন শহীদের নৃশংস হত্যার বিবরণ। এর মধ্যে ৩০ শহীদের তথ্য এর আগে কোথাও প্রকাশিত হয়নি।

একই সঙ্গে এ গ্রন্থে স্বাধীনতা বিরোধী রাজাকারদের তৎপরতার বিররণও স্থান পেয়েছে। এ গ্রন্থের কিছু অংশ প্রতিবেদন আকারে গত ডিসেম্বরে দৈনিক সমকালে প্রকাশিত হয়েছিল। ‘একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার’ গ্রন্থের ভূমিকা লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি লিখেছেন, ‘জাতীয় ইতিহাসের ভিত্তি আঞ্চলিক বা স্থানীয় ইতিহাস। আঞ্চলিক ইতিহাসের চর্চা যত ব্যাপৃত ও নিবিড় হবে, জাতীয় ইতিহাসের ব্যাপ্তি ও গভীরতা তত বৃদ্ধি পাবে।

স্থানীয় পর্যায়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে নতুন সংযোজন আজিজুল পারভেজের বই। পারভেজ মুক্তিযুদ্ধের একটি বিষয়েই তার আলোচনা কেন্দ্রীভূত করেছেন ফলে সে বিষয়ে নিবিড় গবেষণা সম্ভব হয়েছে। তিনি বেছে নিয়েছেন গণহত্যা বা শহীদদের বিষয়টি। ...এভাবে তথ্যানুন্ধান ও শুদ্ধকরণের মাধ্যমে স্থানীয় তো বটেই জাতীয় ইতিহাস নির্ভুল হয়ে উঠবে। ’ এটি লেখকের প্রথম গ্রন্থ।

বাংলাদেশ ও একটি থানা হিসেবে বিয়ানীবাজারের বিশ শতকের রাজনৈতিক সংগ্রামের উপর ‘শতাব্দীর সংগ্রামে বিয়ানীবাজার’ নামে তার একটি বিশাল গবেষণা গ্রন্থ প্রকাশের পথে রয়েছে। ‘একাত্তরের গণহত্যা : রাজধানী থেকে বিয়ানীবাজার’ বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ১১২ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ১৪০টাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।