আমাদের কথা খুঁজে নিন

   

তাপসে'র, "সেনা কর্মকর্তাদের প্রানের বিনিময়ে বেচেঁ গেলেন আপোষহীন নেতার আপোষহীন কন্যা ও দেশের আলোচিত ব্যক্তি মই উ আহমেদ..." এবং কিছু কথা।



তাপসে'র, "সেনা কর্মকর্তাদের প্রানের বিনিময়ে বেচেঁ গেলেন আপোষহীন নেতার আপোষহীন কন্যা ও দেশের আলোচিত ব্যক্তি মই উ আহমেদ..." পড়ে আমার মন্তব্যটি সবার সাথে শেয়ার করছি: তাপস, আপনার রাজনৈতিক ধাঁচের লেখাটি পড়লাম। আপনার লেখায় আমাদের সাংসদদের কথাবলার ষ্টাইলে'র কোথায় যেন একটা মিল পেলাম। আপনার লেখার দুটো পয়েন্ট তুলে নিচে আলোচনা করছি: ১) আন্তর্যাতিক এবং ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সেদিন না ঘুমিয়ে সারারাত জেগেছিল। কারন তারা আগেই জানত কি ঘটতে যাচ্ছে। আপনি যদি এটা মিন করে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে তারা আমাদের সতর্ক করেনি কেন? কার স্বার্থে? আর আপনার লেখার মিনিং যদি এই হয় যে তারা আগে জানত না তাহলে ঠিক কখন এবং কিভাবে জানল? ঘটনা ঘটার সাথে সাথেই তারা জেনেগেলো কোন যাদুর বলে? সন্দেহজনক নয়কি? ২) যোগ্য নেতার যোগ্য কন্যা শেখ হাসিনা আর মঈন উ আহমেদের সম্পর্কটা ঠিক বুঝলাম না।

মুল টার্গেট হবে হয় শেখ হাসিনা নয়ত মঈন উ আহমেদ। কেননা, মঈন উ আহমেদ রাজনৈতিক নেতা নন, আওয়ামিলীগের কেউ নন কিংবা শেখ হাসিনার রিলেটিভও নন। তাহলে টেরোরিষ্টরা শেখ হাসিনার সঙ্গে সঙ্গে তাকেও কেন মারতে চাইবে? কি সম্পর্ক তার শেখ হাসিনার সঙ্গে। আর সন্ত্রাসিরা সে সম্পর্কের কথা কি করে জানল? সন্দেহ জনক মনে হচ্ছেনা? ৩) যখন গোলাগুলি হল তখন শেখ হাসিনা কিংবা মঈন উ আহমেদ কেউই পিলখানায় উপস্থিত ছিলেন না। তাহলে কি করে আপনার সন্দেহ হল যে তাদেরকে মারাই ছিল মুল লখ্য? আমি কিছুটা কনফিউজড্।

আপনার লেখাটা পড়ে শেষ বিচারে হতাস হয়েছি। দু:ক্ষিত!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।