আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যা বহুল দেশে সমস্যার শেষ নাই

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

সমস্যা বহুল এই দেশে সমস্যার শেষ নাই । প্রতিদিন একটি সমস্যার কথা বলেও শেষ করা যাবেনা। চারিদিকে সমস্যার পাহাড় পড়ে আছে । নীতি-নির্ধারক মহল যেন নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। এই সব দেখার জন্য যেন কেউ নাই ।

যাদের কে টাকা দিয়ে পরিবার পরিজন সহ সরকার পুষছে তাদের ও যেন কোন কিছু করার নাই । সবাই নির্বিকার। মনে হয় কোথাও কেউ নেই। পুন্জিভুত অনিয়ম সেটাই যেন এখন নিয়মে পরিনত হয়েছে। কত কথা লিখা হয় না ।

লিখতে পারিনা। নিয়মভঙ্গের অভিযোগ করলে কোন একশন হবে কিনা। এই জন্য লিখা হয় না । চলার পথে প্রতিদিন চোখে ভাসে নানা সমস্যা ডানে বামে উপর নিচে সব জায়গায় একি সমস্যা । আমার মনে হয় সচেতন নাগরিক সবাই একই সমস্যা মোকাবিলা করছেন।

প্রতিকারের কোন চেষ্টা নাই । কোন তদবির নাই । চকচকে একটা বাংলাদেশ মনে হয় আমাদের প্রজন্ম দেখে যেতে পারবে না । কখনও মনে হয় নিজেই একটা ঝাড়ু নিয়ে রাজপথ ঝাড়ু দিতে নেমে পড়ি। মলিন সরকারী ভবনের পতাকা বদলীয়ে নতুন পতাকা নিজের টাকায় দিয়ে দেই।

ব্যাংকে যারা লাইন ভেঙ্গে টাকা দিতে যায় তাদের নিবৃত করতে নিজের খরছে টোকেন প্রথা চালু করি। বাড়তি ভাড়া প্রতিরোধে ব্যাবস্থা নেই। ফিটনেস বিহীন গাড়ী বন্ধ করার ব্যাবস্থা গ্রহন করা খুবই জরুরী হয়ে পড়েছে। দুর্বলের উপর সবলের অত্যাচার বন্ধ করতে গরিবের তার পেশা পরিবর্তনের আহবান জানাই নিজের খরছে। বাসের কন্ট্রাক্টারকে নিজের খরছে একটি পোশাক দেই।

তার কাছ থেকে ভদ্র ব্যাবহার আশা করতে তাকে একটা ট্রেনিং এর ব্যাবস্থা করি। প্রতিটা বাসে টিকেট কাউন্টার থেকে বাসের টিকেট নেয়ার ব্যাবস্থা করি । প্রতিটি লাইনের বাসের আলাদা রঙ্গের ব্যাবস্থা করি। এরকম আরো নানারকমের সমস্যা থেকে মুক্তি পেতে অথবা চকচকে বাংলাদেশ পেতে আর কি কি ব্যাবস্থা নেয়া যেতে পারে তার জন্য প্রস্তাব আহবান করছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.