আমাদের কথা খুঁজে নিন

   

রস+আয়ন: আবুলের কুকুর (হাল্কা পোষ্টু)

ঘাস ফড়িং এর স্বপ্নমালা

এক সকালে ঘুম থেকে উঠে আমাদের আবুল একটা কুকুর কিনবে ঠিক করে ফেলল। কুকুর পোষার অভিজ্ঞতা না থাকলেও কুকুর কেনার আইডিয়াটা তার কাছে মন্দ মনে হল না, কারণ কুকুর পুষতে তেমন কোন শ্রম বা টাকা লাগে না । তাই আর দেরী না করে সে দ্রুত গোসল করে কাপড় চোপড় পড়ে বের হয়ে পড়ল...... কুকুর কেনার উত্তেজনায় বেচারা সকালের নাস্তা করতেই ভুলে গেল। কিছুক্ষণের মধ্যেই তাকে একটা গৃহপালিত পশু-পাখি বিক্রয় কেন্দ্রে দেখা গেল । দৃঢ় পদক্ষেপে দোকানের ভিতর ঢুকে সে দোকানদারকে বলল, ‘শুভ সকাল, আমি একটা কুকুর কিনতে চাই ’ ‘খুবই ভাল কথা স্যার......আমার কাছে অনেক ধরণের কুকুর আছে ।

আপনি নিশ্চয় কুকুরের বাচ্চা কিনবেন? আপনি কি আগে কখনো কুকুর পুষেছেন?’ ‘ইয়ে মানে......অবশ্যই পুষেছি। আমি কুকুর খুবই পছন্দ করি, আমি কি এখান থেকেই কুকুর বেছে নেব না কি আরও আছে?’ ‘পেছনেও আছে স্যার...... আপনি পছন্দমত বেছে নিতে পারেন’ আবুল এক খাঁচা থেকে আরেক খাঁচা ঘুরে ঘুরে কুকুর দেখতে লাগল । অবশেষে একটা কৃশকায় ইয়র্কশয়ার টেরিয়ার পছন্দ হল । সে মনের আনন্দে তার টেরিয়ারটা কিনে বাড়ি ফিরে গেল । এক সপ্তাহ পর......... সেই পশুপাখির দোকানের দরজায় আমাদের আবুলকে দেখা গেল ।

দোকানদার জিজ্ঞেস করল, ‘ভাল আছেন?’ ‘না রে ভাই......খুবই চিন্তায় আছি’ ‘কেন!!! কি হয়েছে?’ ‘গত সপ্তাহে আপনার কাছ থেকে যে কুকুরটা কিনেছিলাম সেটা শুধু বসে বসে চেঁচ্চাছে......আর কিছুই করছে না। আমি বুঝতে পারছি না কি সমস্যা হল......’ ‘হুমমম......ঐটার খেলাধূলা করার কোনো বল জাতীয় কিছু আছে?’ ‘না তো...... ও রকম কিছু নেই’ দোকানদারে মুখে বিজ্ঞের হাসি ফুটে উঠল... ‘ টেরীটা আসলে একটা বল চাচ্ছে......স্যার আপনি শুনে খুশি হবেন যে, আমার কাছে অনেক বল আছে’ আবুল একটা বল কিনে বাসায় ফিরল । পরের সপ্তাহ...... আবুল দোকানদারের সামনে...... ‘আমি দু’সপ্তাহ আগে যে টেরীটা কিনেছিলাম সেটা শুধু বসে বসে চেঁচ্চাছে......আর কিছুই করছে না। আমি বুঝতে পারছি না কি সমস্যা হল......’ ‘হুমমম......ওর ঘুমানোর জন্য বিছানা আছে কি?’ ‘বিছানা......কুকুরের জন্যে বিছানা!!!!!!!’ ‘স্যার অবাক হচ্ছেন কেন......আপনার মত পশুপ্রেমী যদি ব্যাপারটা না বুঝেন...... আমার কাছে অনেক ধরণের বিছানা আছে। ’ আবুল একটা বিছানা কিনে বাসায় ফিরল ।

আরো এক সপ্তাহ পর......... আবারো দোকানে আবুল... ‘আমি তিন সপ্তাহ আগে যে টেরীটা কিনেছিলাম সেটা শুধু বসে বসে চেঁচ্চাছে......আর কিছুই করছে না। আমি বুঝতে পারছি না কি সমস্যা হল......’ ‘হুমমম... ওটার নির্ঘাত ভিটামিনের অভাব হয়েছে......আমার কাছে প্রচুর ভিটামিন ট্যাবলেট আছে’ আমাদের পশুপ্রেমী আবুল ভিটামিন ট্যাবলেট কিনে ফিরল । একদিন পর...... আবুল দোকানে ‘আমি তিন সপ্তাহ আগে যে টেরীটা আপনার কাছ থেকে কিনেছিলাম আজ সকালে ঘুম থেকে উঠে দেখি বেটা পটল তুলেছে...... ঐটার জন্য আমি কি না করেছি...বল...বিছানা...ভিটামিন ট্যাবলেট ...কোন পন্থায় বাদ রাখি নাই আর বেঈমানটা কিনা চেঁচাতে চেঁচাতে পটল তুলল...!!!’ দোকানদার চিন্তিত গলায় বলল, ‘হুমমমম...... স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম......আপনি টেরীটাকে খেতে দিতেন ??’ আমাদের আবুল নিরুত্তর...... পরের দিন হতে সে নতুন চিন্তা করতে শুরু করল.. [sbবি:দ্র: কেহ যদি এই গল্পের (!!!!) সাথে কোনকিছুর সাদৃশ্য পান তা হইলে উহা একান্তই কাকতালীয় ঘটনা বলিয়া বিবেচিত হইবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।