আমাদের কথা খুঁজে নিন

   

জল । জীবনানন্দ দাশ

আমরা দু'জনে মিলে শূন্য করে চলে যাবো জীবনের প্রচুর ভাঁড়ার

জলের থেকে ছিঁড়ে গিয়েও জল জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে। তোমায় ভালোবেসেছি আমি, তাই অন্ধকারে ঘাসের গন্ধ পাই; কালো বেতের ফলে নিবিড় দিন কোথায় থেকে আবার এলো ভেসে। মনে পড়ে, জলের মতন ঘুরে অবিরল পেয়েছিলাম জামের ছায়ার নিচে তোমার জল, যেন তোমার আমার হাজার বছর মিল, মনের সঙ্গে শরীর যেমন মেশে; মৃত্যু এলে, ম'রে যেতে হবে ভালবাসা নদীর জলের মতন হয় র'বে, জলের থেকে ছিঁড়ে গিয়েও জল জোড়া লাগে আবার যেমন নিবিড় জলে এসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।