আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিচ্ছবি

কি আর হবে অঙ্গে ধরে নকল রুপের বায়না.... ও রুপ দেখে চোখ ভোলে গো, মন ভোলানো যায় না
ছেলেগুলো কি চায়? মেয়েগুলো কি চায়? মানুষেরা কি চায়? অনেক ভেবেছি আমি অনেক রাতে । যদিও শঙ্কা থাকে প্রত্যেক দেহের ভাঁজে তবু ক্ষুধা-তৃষ্ণা মিটে গেলে সংযম-বাঁধ ভেঙ্গে দেয় সব তরুণী তার দোলায়িত দেহের আঘাতে । আর নিষেধের প্রাচীর ভেঙ্গে ক্রমাগত পাপী হয় পুরুষ-জীবন । তবু অনেক দেখেছি আমি অনেক রাতে স্থলিত পাপ থেকে পুনরায় সম্বিতে এসে, রাতজাগা প্রাণ ঘোরে রাত্রির গায় রাতজাগা প্রাণ ঘোরে এখানে সেখানে । খুঁজে নিতে চাইলো যা খুঁজে পাওয়া যায় না তা সহজে । কিছু আশা নিয়ে তবুও খুঁজে ফেরে তারা নিজেদের বিমর্ষ বিমুখ প্রতিচ্ছবি, দেহের আঘাতে যার হয়না ম্লান কিছুই যায় না যা কোনদিন কেনা অর্থের দাপটে। তবু নির্ঘুম মানুষ শুধু খুঁজে খুঁজে ফেরে নিজেরই প্রতিচ্ছবি অন্যের ভিতরে । ( প্রতিচ্ছবি , ০৪/০৯/২০১৩, বিকালঃ ৪টা ১৫ )
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।