আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জ আসছেন মঙ্গলবার

মঙ্গলবার বিকালে মাওয়ায় বিআইডব্লিউটিএ-এর দুটি উদ্ধারকারী জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধনসহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এ সরকারের আমলে এটি মুন্সীগঞ্জে প্রধানমন্ত্রী হাসিনার প্রথম সফর। এ উপলক্ষে রংবেরংয়ের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে এলাকা।
জেলা প্রশাসন জানায়, দুপুরের পর শ্রীনগর উপজেলার দোগাছি হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে আসবেন মাওয়া।


মাওয়ায় উদ্ধাকারী জাহাজ উদ্বোধন শেষে বিকালে পার্শ্ববর্তী কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রের জনসভাস্থলে আসবেন।
উদ্ধারকারী দুই জাহাজ ‘নির্ভীক’ ও ‘প্রত্যয়’ উদ্বোধন ছাড়াও প্রধানমন্ত্রী কুমারভোগ জনসভাস্থলে বেতকা-তেঘরিয়া সড়কে ধলেশ্বরী নদীর উপর ৮০ দশমিক ২৫৭ মিটার গার্ডার ব্রিজ উদ্বোধন করবেন।
শ্রীনগরের যদুনাথ রাজার বাড়ির ‘বিক্রমপুর জাদুঘর’ এবং সদর উপজেলার রঘুরামপুরের বিক্রমপুর বৌদ্ধ বিহারও উদ্বোধন করবেন।
এছাড়া টঙ্গীবাড়ি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি এবং বিক্রমপুর যাদুঘরসংলগ্ন সাংস্কৃতিক প্রান্থশালার ভিত্তিপ্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তাসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.