আমাদের কথা খুঁজে নিন

   

বই এর লিস্ট......কিনতে চাই!

জীবনটা যেন এক বর্ণীল প্রজাপতি

" সংগ্রহে রাখতে চাই......প্রিয় বইগুলি.....". বই কেনা হয়না অ-নে-ক-দি-ন। প্রতিদিন পেপারে আসা বিজ্ঞাপন দেখি, নতুন নতুন বই এর নাম দেখি, প্রথম-আলো পেপারের শেষ পাতায় বই মেলার প্রতিবেদন দেখে দেখে সুন্দর নাম আর সুন্দর প্রচ্ছদ দেখে লিস্ট করি। তালিকায় লেখা সব বইই একবারে কেনা আমার পক্ষে সম্ভব ছিলনা জানতাম। তবু, লিস্ট করে রেখেছি প্রতিদিন, যাতে কিছু কিছু কিনতে পারি। কিছু কিছু কিনে একসময়তো আমার সব বই সংগ্রহে আসবে।

আসলে বই মেলা কিংবা রমনার বটমূ্লে বৈশাখী উদযাপণ, এইসব জায়গায় আমার প্রতি বছরই যাওয়া হয়না। আমি ঘরকুনো টাইপের নই। তবু, কেন যেন সব বছরই যাওয়া হয়না, এই প্রশ্নের উত্তরটা আমার নিজেরই জানা নেই। কিন্তু, এইবার খুবই ইচ্ছা হয়েছিল মেলায় যাওয়ার। মেলা নতুন পরিসরে সাজান হয়েছে।

এটাও দেখার ইচ্ছা ছিল। সামহোয়ারইনের অনেক লেখা পড়ে কারোও কারোও লেখার ভক্তও হয়ে গেছি। আর, এইবার কিছু লেখক ও কবির সাথে ফেসবুকের মাধ্যমে বন্ধুতাও বোধহয় আমার আগ্রহের আরেকটা সুপ্ত কারন হতে পারে। যেসব বই আমার লিস্ট এ উঠে এসেছে......... ১) অপরবাস্তব ১,২,৩-(সামহয়ারইনব্লগের গল্প সংকলন) ২) তথাপি- মামুন এম আজিজ (গল্প সংকলন) ৩) পথিকের পথে পথে সপ্ন- মামুন এম আজিজ (কবিতা) ৪) ঋতানৃত-মামুন এম আজিজ (যৌথ গল্প সংকলন) ৫) আঁধারে রঙ্গীন রাখাল- নাসরীন জাহান ৬) রৌদ্র ও প্রকৃ্তির কাব্য-আব্দুল্লাহ আবু সায়ীদ ৭) কুয়াশার ভোর-রাবেয়া খাতুন ৮) শ্রেষ্ঠ গল্প- সেলিনা হসেন ৯) সুর্য তামসী- নাসরীন জাহান ১০) কোন সুদূ্রে-ইমদাদুল হক মিলন ১১) অবেলার দিনক্ষণ- সেলিনা হোসেন ১২) আঁতেহালেকচুয়াল- আহসান হাবীব ১৩) বৃত্তের ওপারে ঝুমকো ফুল- কামরুল হাসান মঞ্জুর (আবৃত্তি ভাবনা সংকলন) ১৪) অনুবাদ কবিতা-মুর্তালা রামাত ১৫) জ্বালছেঁড়া নদী-মুকুল শহীদুল (আরও বই এর নাম যোগ হতে পারে......অন্যরাও তাদের জানা ভাল মানের বই এর নাম আমায় জানাতে পারেন)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।