আমাদের কথা খুঁজে নিন

   

একুশের ছড়া



একুশের রবি একুশের চেতনায় নাড়া দেয় দিল সব বাধা দূর করে খুলে দেয় খিল । একুশের শহীদেরা দূর থেকে হাসে তারা হয়ে আলো দেয় স্বদেশের পাশে । পৃথিবীকে চমকায় বায়ান্নোর ছঁবি বাংলাকে নিয়ে আজ একুশের রবি । একুশের দাবী তাই একসাথে পড়া ভাই ভাই কাধ মিলিয়ে দেশটাকে গড়া । একুশের দাম ভাষার জন্য লড়াই করে ইতিহাসের পাতায় নাম লিখাল রফিক সালাম গ্রীনিজ বুকের খাতায় বরকতের রক্ত দিয়ে মুছল উর্দু নাম ওজন করা কঠিন ব্যাপার একুশের দাম একুশের ছড়া-গান জাব্বারের তরে বাংলা ভাষা আগে শিখি ্অন্য ভাষা পরে মায়ের ভাষা বাংলা ভাষা সব ভাষাদের রাজা তরুণ,প্রবীণ মনটাকে একুশ করুক তাজা বাংলা ভাষা বাংলা আমার মায়ের মুখের প্রথম শোনা ভাষা এই ভাষাতেই কথা বলে মিটাই মনের আশা । এই ভাষাতেই গেয়ে যায় বাউলেরা গান মন মাতানো পাগল করা ভাটিয়ালি তান । এই ভাষাতেই হাসি খেলি লেখি,পড়ি কত! এর তুলনা হয় কি ভাই ? আছে ভাষা যত । এই ভাষাতেই কথা বলে জীবন হল ধন্য ভালবাসি বাংলা ভাষা নয়তো ভাষা অন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।