আমাদের কথা খুঁজে নিন

   

সর্বহারা-বুর্জোয়া ভেদাভেদ ভুলে শুধু দেশের জন্য একজোট হই।

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

কেন পারবোনা? উপমার জন্য ডাক দিয়েছিলেন একজন এ্যাগনস্টিক (যে ইশ্বরের অস্তিত্বে বিশ্বাস করাটাকে জরুরী মনে করেনা-মনজুরুল হক)। আমরা আস্তিক, নাস্তিক, জামাতী সবাই এগিয়ে এসেছিলাম, সর্বশক্তিমানের কৃপায় তার চিকিৎসার সমুদয় অর্থ যোগার হয়ে গেছে, এইতো পরশূর আগের দিনের আগের দিন। আজ যখন জাতির চরম সংকটময় মূহুর্তে আমরা একাট্টা হতে পারছিনা তখন আমি মনে করি: ১। আমরা বেশীরভাগ মানুষই আমাদের দেশকে ভালবাসি।

২। আমাদের একসাথে হয়ে কিছু করবার এইতো সময়। ৩। এই ক্রান্তিলগ্নে আমাদের ব্যক্তিগত মতাদর্শ ভুলে একসাথে কাজ করবার সময় এটাই। _______________________________________________ শুধু মনে করিয়ে দিতে চাই আমাদের সীমান্ত রক্ষীরা কিন্তু এখন নিস্ক্রিয়।

সীমান্ত উন্মুক্ত। ___________________________________________ যারা এই জঘন্য ঘটনার হোতা তারা তাদের ইষ্ট লব্ধ করেছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।