আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড না করে save youtube video



পিলখানার BDR এর করা জঘন্নতম ঘটনায় খুবি খারাপ লাগছে। সাভাবিক জিবনে ফিরা কিছুটা কঠিন হয়ে গেছে। যাই হোক youtube এ video দেখছিলাম। বিদ্যুৎ চলে গেল। video টা ভাল লাগায় download করব ভেবেছিলাম।

কিন্তু কি করি। ইন্টারনেট লাইন ত disconnected । আমার মনে হইল এই youtube এর video টা আমার hard disk এর কথাও তো save হবার কথা। তাহলে এতদিন keepvid.com, youtubedownloader, firefox এর crappy addons ইত্তাদি এই সব কেন ব্যবহার করতেসি ?? মনে হইল firefox এর cache তে থাকতে পারে। গিয়ে দেখি আসলেই আছে হেহেহ ।

নিচের directory ধইরা আপনার computer এ যান। সেইখানে যেই সব ফাইল সাইজে 1000 kB এর বেশি সেইগুলাই youtube video file(s)। C:\Documents and Settings\yourUserName\Local Settings\Application Data\Mozilla\Firefox\Profiles\tyu68d55.default\Cache File এর নাম গুলান হইল 216E6C6Ed01 বা A86E6C6Ed01 টাইপ এর। file-name গুলান hexadecimal হইতে পারে, আমি sure না । ফাইলটা(গুলান)copy কইরা paste করেন অন্য কোথাও।

rename করেন “.flv” extension দিয়া । হে হে হে!!!! এইটাই আপনার দেখা কোন youtube video P.S. ভাল ফরমেট যেমন .mp4 এ save করতে এই process ব্যবহার কইরেন না। আমি অনেকটা পিসি আনারি। আমার মনে হয় এই process আপনারা অনেকেই আগে থেইকাই জানতেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।