আমাদের কথা খুঁজে নিন

   

when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore.

মনটা সাদা , ভবিষ্যত কালো , দুনিয়া রংগিন -----> সাদাকালোরংগিন

সামু তে লেখতে ইচ্ছে করেনা , এটা কিছু স্বঘোষিত পাতি বুদ্ধিজীবির ( যারা নিজেদের মধ্যে গালাগালিতেই বেশি ব্যস্ত), একদল গরু আর ছাগলের খোয়াড়। বিডিআর তাদের ন্যায্য দাবী আদায়ের যে নমুনা দেখালো তাতে কিছু প্রশ্ন জাগে : ১) দেশে শীর্ষ দূর্নীতিবাজরা কি আর্মি ? নাকি বড় বড় সভা সমাবেশে বক্তৃতা দেওয়া রাজনীতিবিদ, আমলা যাদেরকে ৩৭ বছর পর কারাগারে নিলেও হাসিমুখে বেরিয়া আসে ? আর আর্মি দূর্নীতির জন্য ১৩৭ অফিসার নিজের অফিস থেকে লাশ হয়ে বেরিয়ে আসে ? আমরা দূর্নীতি বিচারের জন্য কিসুন্দর বিচার ব্যবস্থা রেখেছি না ? ২) বিডিআর সৈনিকরা কি চোরাচালানীদের সাথে হাত মেলায় না ? তারা কি সীমান্তে দূর্নীতি করে না ? অধিকাংশ বিডিআর সৈনিকই আর্মির সৈনিকের চেয়ে বেশি অবস্থাসম্পন্ন। দূ্র্নীতিই এর একটা বড় কারন। ৩) বিডিআর যদি বেতন ভাতা, অপারেশন ডাল-ভাতের টাকার জন্য, শোষনের জন্য এমন নারকীয় হত্যাযজ্ঞ করতে পারে আর্মি কি তার সহকর্মীর লাশের বিনিময়ে, বন্দী পরিবারের বিনিময়ে বন্দুকটা উঁচু করে ধরতে পারত না? সেই উচু করা বন্দুকের সামনে যে সামুর সব বুদ্ধিজীবির লেজ যে দুই পায়ের নিচে লুকাত তাতে কি কোন সন্দেহ নেই। ৪) আর্মি কি চাইলেই এই সরকারের হাতের বাইরে যেতে পারত না ? যেখানে আর্মি ক্ষমতা ছেড়েছেই কয়েকদিন আগে তাকে কি খুব কষ্ট করতে হতো সেই ক্ষমতা আবার দখল করতে ? ৫) বাংলাদেশের কোন মানুষটা শোষিত না ? আর্মির জুনিয়র অফিসাররাও শোষিত না ? তাই বলে কি খুনোখুনি হালাল হয়ে যায় ? ৬) একজন প্রশিক্ষিত সৈনিক যখন নিজের দাবী আদায়ের জন্য অস্ত্র তাক করে তখনকি তার কাজ কি সন্ত্রাসীর কাজের চেয়েও ঘ্বন্য নয় ? অস্ত্রের প্রশিক্ষন নেয়ার সময়কি সে প্রতিজ্ঞা করেনি যে কোন কিছুর বিনিময়েই দেশের মানুষের বিরুদ্ধে এই অস্ত্র তাক করবে না ? নিজের দেশের বিরুদ্ধে অস্ত্র তাককারীকে কি সৈনিকের অধিকার দেয়া যায় ? ৭) যারা অবৈষম্যের কথা বলছেন, আর্মির শোষনের কথা বলছেন তারা কি স্বরাস্ট্র মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয়ের পার্থক্য বোঝেন ? আর্মি কি বিডিআর এর গঠনতন্ত্র তৈরী করে ? নাকি স্বরাষ্ট্র মন্ত্রনালয় করে ? ৮) আর্মি কি যথেষ্ট ধর্য্যের পরিচয় দেয়নি ? তারা কি এখনও পর্যন্ত কোন বিডিআর এর নামে বিশোষধগার করেছে ? পাবলিক মিডিয়াতে বিডিআর এর সাক্ষাতকার দেখেই বিডিআর এর দাবীকে সমর্থন দিয়েছে কিন্তু আর্মিকে, দেশকে শান্ত রাখার জন্য যে ১৩৭ জন অফিসারের মৃ্ত্যুর ঘটনাকে ১টা পুরো দিন আড়াল করে রাখা হয়েছিল তা কোন সস্তা জনপ্রিয়তার আশায় না, পাবলিকের সেন্টিমেন্টের আশায় না , শুধু দেশের স্বার্থে ।

৯) when u point a gun towards my head, i can forgive, but cannot trust you anymore. আজ আর্মি আর বিডিআর এর মধ্যে যে অবিশ্বাসের দেয়াল তৈরী হয়েছে তাতে কি আর কোন দিন আর্মি বিডিআর কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারবে ? নিজের অফিসারের দিকে বন্দুক তাককারী সোলজার কি কোনদিন যুদ্ধক্ষেত্রে অফিসারের নির্দেশে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে ?? আজ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যে আঘাত বিডিআর করেছে তাদের কে সাধারনক্ষমা করে আমরা কি ভবিষ্যতের জন্য খুব সুন্দর উদাহরন তৈরী করছি না ?? এরপর কি বিডিআরের চেয়ে বেশি বন্ঞ্চিত পুলিশবাহিনীকে তার অফিসারদের বুকে অস্ত্র ধরতে উৎসাহিত করছি না । ১০) আনুগত্যে যে বাহিনীর মুলভিত্তি সেখানে কি প্রতিবাদকে সমর্থন দিয়ে আমরা পুরো সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর চেইন অব কমান্ডকেই প্রশ্নের মুখে ঠেলে দেইনি ? বন্ঞ্চনার কাহিনী যদি অস্ত্রের মুখে শুনে যদি আপনারা বুদ্ধিজীবিরা আলোচনার এমন খোরাক পান, সাধারন জনগনের সমর্থন যোগান তাহলে ভবিষ্যতেও যে এমন আরো শুনবেন কোন সন্দেহ নেই । ১১) বিডিআর দাবী করেছে বিসিএস ক্যাডার দিয়ে তাদের কমান্ড করার কথা, যেমন পুলিশ হচ্ছে। কিন্তু পুলিশ বাহিনী কাজ করে সাধারন জনগনের সাথে যেখানে যথাসম্ভব কম শক্তি প্রদর্শনের কথা বলা হয়। কিন্তু বিডিআর, আর্মি কাজ করে বহি:শত্রুর বিরুদ্ধে যেখানে যুদ্ধাবস্থায় শক্তি প্রদর্শনই মূল কথা ।

যুদ্ধাবস্থায় আর্মির চেয়ে একজন বিসিএস ক্যাডার কি বেশি কার্যকরী ??? একজন বিসিএস ক্যাডার কি পারবে একজন আর্মি অফিসারের চেয়ে তাদের পাশে দাড়িয়ে এমন তড়িৎ সিদ্ধান্ত দিতে , কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে ?? ১২) বিসিএস অফিসার দিলেই কি সব দূর্নীতি বন্ধ হয়ে যাবে ? তাহলে তো পুলিশ, সেক্রেটারিয়েটে দূর্নীতি থাকার কথা না । অথচ এসব জায়গায় দুর্নীতি কত নিচে তা আমরা সবাই জানি। এদের দুর্নীতি যে আর্মির চেয়ে শতগুনে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বেশি সে ব্যাপারে কি কারো কোন সন্দেহ আছে ??? ১৩) কিছুদিন আগেও যখন সতীসাধ্ধী রাজনীতিবি- আমলাদের ব্যর্থতায় দেশ গভীর সংকটে ছিল তখন দূর্নীতিবাজ আর্মি ই আপনাদেরকে একটা শুদ্ধভোটার তালিকা দেয়নি ?? দেয়নি ৯৯% গ্রহনযোগ্য নির্বাচন ??? ফিরিয়ে দেয়নি গনতন্ত্র ??? আপনারা কি ভোট দিয়ে হাসিমুখে বের হয়ে আসেননি ??? যারা আর্মির ৭৫, ৮০ দশকের ইতিহাসের কথা বলেন তারা কি দেখেন না আর্মি আজ কি পরিমান ধর্যের সাথে সহকর্মীর লাশ কাঁধে নিয়েও বন্দুকের নল নিচু করে রেখেছে ?? তারা কি দেখেননি যে সাধারন মানুষের প্রত্যাশা স্বত্ত্বেও সংবিধানকে মর্যাদা দিয়ে আর্মি সামরিক আইন বাদ দিয়ে শুধুমাত্র তত্ত্বাবধায় সরকারের পেছনে থেকেই দেশের গনতন্ত্রকে পুনরুদ্ধার করেছে ??? তারা কি দেখেননা সাম্প্রতিক সময়ে আর্মির সাথে ইতিহাসের আর্মির কি পরিমান প্রভেদ??? আগেই বলেছি, সামুতে অনেক পুরোনো হওয়া স্বত্তেও লিখি না , এর বুদ্ধিজীবিগুলোর সচেতনতার লেভেল দেখে, গালাগালির বহর , ব্যান-আনব্যানের রাজনীতি দেখেই কিছু লিখতে ইচ্ছে করেনা তবু অনেকদিন পরে মনের কিছু প্রশ্ন চেপে রাখতে না পেরে , ফ্যাশন করে আর্মি বিদ্বেষী হতে না পেরেই আজকে লিখলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।