আমাদের কথা খুঁজে নিন

   

তবে কী নিরস্ত্র বিডিআরের ওপর হামলার পরিকল্পনায় সেনারা

ছায়া ছায়ায় পথ হেটে চলি--ছায়া আমার সামনে ও পিছে।

অল্প কিছুক্ষণের মধ্যেই বিদ্রোহী বিডিআর জওয়ানদের সঙ্গে সরকার একটা সমঝোতায় আসতে পারবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অন্যতম আলোচক সাংসদ ফজলে নূর তাপস এর বরাত দিয়ে এ কথা জানিয়েছে। ১২টা ২৫ মিনিটের দিকে শেখ হাসিনার ব্যক্তিগত বুলেট প্র"ফ মার্সিডিজ গাড়ি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইজি নূর মোহাম্মদ ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম পিলখানার ভেতরে ঢুকেছেন। তাপস জানিয়েছেন, "আমরা সবার সঙ্গে পর্যায়ক্রমে কথা বলেছি।

একে একে সবার সাথেই কথা বলার চেষ্টা করেছি। আশা করি অল্প কিছুক্ষণের মধ্যেই একটা সমঝোতায় আসতে পারবো। " অস্ত্র সমর্পণের বিষয়ে তিনি বলেন, "ওরা ওদের মতো করে অস্ত্র সমর্পণ করবে। অস্ত্র সমর্পণের পর আমরা গিয়ে বিষয়টি নিরূপণ করে আসবো যে তা সঠিকভাবে হয়েছে কী না। " বিদ্রোহী বিডিআর জওয়ানরা সেনা বা পুলিশের বদলে নিজেদের কর্তৃপক্ষের কাছেই অস্ত্র সমর্পণ করতে চায় বলে তিনি জানান।

তাদের সঙ্গে সরকারের কোনও চুক্তি হয়েছে বা হবে কী না জানতে চাইলে তাপস বলেন, "তাদের সাথে লিখিত চুক্তির দরকার নেই। হচ্ছেও না। " বিডিআর এর মহাপরিচালক এর সঙ্গে কোনও যোগাযোগ হয়েছে কী না জানতে চাইলে তিনি বলেন, "তার সাথে কোনও যোগাযোগ হয়নি। " তিনি বলেন, "দীর্ঘ আলোচনার পর প্রধানমন্ত্রী তাদের দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদের অনেকগুলো দাবিপূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন।

" তিনি জানান, সেখানে পরিবারের আটক সদস্যদের মুক্তির জন্য অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। এর মধ্যেই তাদের অনেকে মুক্তি পেয়েছেন। তিনি বলেন, "এই এলাকাতে কোনও সেনা মোতায়েন নেই। এটা জানতে পেরেই তারা অস্ত্র সমর্পণে রাজী হয়েছেন। অস্ত্র সমর্পণ হওয়ার সাথে সাথেই আমরা ভেতরে যাবো।

" আমার প্রশ্ন নিরস্ত্র বিডিআর জওয়ানদের ওপর যদি সেনারা আক্রমণ চালায় তবে কি হবে? ৩২ নাম্বারে দেখে এলাম ট্যাঙ্কে অস্ত্রশস্ত্র নিয়ে সেনারা অবস্থান নিয়ে আছে। শুনছি ডার্কসাইট অ্যাটাক হতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।