আমাদের কথা খুঁজে নিন

   

'' জাগো জনতা ''

জাগো জনতা , তোলো হস্ত , কষে ধরো শমসের , রুখো বেদুইন রুখো রাজাকার রুখো আলবদর । ক্রান্তিকালে আপনাকে লয়ে ধেয়ে চলো সন্মুখ পানে, শুধু তুমি নও পরম বিধাতা রইবে তোমার সনে । লাখো জনতার রন কলরবে নিজেকে করো সমর্পন , চেয়ে দেখার নেই সময় এখন রুখে দাঁড়াবার ক্ষন । লাখো শহীদের রক্তে বয়ে গেছে পায়রার ন্যায় স্রোত , সেই স্রোতে ওরা স্রান করেছে সাথে লয়ে পাক দোসর । লাখো মা-বোনের ইজ্জত নিয়ে খেলেছিল সেদিন খেলা , সেই থেকে কেউ বলেনি কিছু শুধু বেড়েই চলেছে বেলা । তাই আজ মোরা হাতে রেখে হাত করবো নতুন পন , যায় যান যাবে , তবু বেঁচে রবে সোনার বাংলার মান ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।