আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের বিজয়ী হতে কতক্ষন লাগে ? আমাদের বিভাজিত হতে কতক্ষন লাগে ? আমাদের মিলনমেলা ভাঙ্গতে কতক্ষন লাগে ?



এইতো সেদিন ২২শে ফেব্রুয়ারী ২০০৯ ... মাত্র তিনদিন আগে ব্লগার'রা পুরো বাংলাদেশকে প্রেস কনফারেন্স করে পুনরায় জানিয়ে দিল ব্লগ'অস্তিত্বের কথা ... জানিয়ে দিলো দেশজুরে চলমান আন্দোলনের এক অগ্রণী যাত্রার কথা। মাত্র তিন দিন পার হলো । মাত্র পাঁচ মাস হয় ব্লগকে দেখছি .. সকাল-বিকাল-রাত আবার সকাল । শুনেছি ভেলোরীর জন্য লড়াই, শুনেছি শাশ্বতর জন্য লড়াই, দেখেছি জনির জন্য লড়াই .. দেখেছি উপমার জন্য লড়াই যুদ্ধাপোরাধীদের বিচারের দাবীতে দেখেছি দুইলাখ গণসাক্ষর সংগ্রহের লড়াই ... মাত্র তিন দিন পার হলো । মাত্র দুই দিন আগেও অহংকার করে বন্ধুদের বলতাম,"জানিশ আমিও ব্লগিং করি ... Somewhere in Blog . Net-এ" ... হুমমম ... ভাব নিতাম । মাত্র দুই-তিন দিন আগে । আর মাত্র দুই-তিন দিন পর ... এসব কি দেখছি এখন ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।