আমাদের কথা খুঁজে নিন

   

নেই শুধু হিথ লেজার!

নতুন পৃথিবীতে সবাইকে স্বাগমতম!

১৯৭৯ সালের ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার পার্থে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। ক্লাউনিং অ্যারাউন্ড (১৯৯২) মুভির মাধ্যমে তার অভিনয় জগতে পদার্পণ; তার লেটেস্ট রিলিজ ছিলো বক্স-অফিস হিট মুভি দ্য ডার্ক নাইট (২০০৮)। বলা হচ্ছে হিথ লেজারের কথা। ২০০৬ সালে ব্রোকব্যাক মাউন্টেন (২০০৫) মুভির জন্য অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডস-এ বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার কোনটাই জিততে পারেননি তিনি।

তবে দ্য ডার্ক নাইট-এ অসাধারণ অভিনয়ের জন্য এবারের অস্কার, গোল্ডেন গ্লোব ও বাফটা অ্যাওয়ার্ডস-এর বেস্ট অ্যাক্টর ইন এ সাপোটিং রোল ক্যাটেগরির অ্যাওয়ার্ডটি যেন তার জন্যই বরাদ্দ ছিলো এবং তিনটিই জিতেছেন তিনি। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডটি নিজের চোখে দেখে যেতে পারলেও হিথ লেজারের হাতে নেয়া হলে না বাফটা ও অস্কার অ্যাওয়ার্ডটি। কারণ, ভার্গের নির্মম পরিহাসে দুর্ভাগ্যজনকভাবে ওভারডোজ ঔষধ গ্রহণের জন্য গত ২২ জানুয়ারি আমেরিকার নিউ ইয়র্কে তার অকালমৃত্যু হয়। এবারের অস্কারে তার পক্ষে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন তার বাবা-মা ও বোন। উপস্থিত অনেকের চোখেই তখন অশ্রুর মৃদু ছাঁপ স্পষ্ট হয়ে ওঠে।

পৃথিবীর বুকে তিনি মৃত হলেও তিনি বেঁচে থাকবেন তার অগণিত গুণমুগ্ধ ভক্ত ও শুভাকাঙ্খীর মনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।