আমাদের কথা খুঁজে নিন

   

ই-বই মেলা: মোড়ক উন্মোচন -:- পদ্মপাতার জল - নিয়াজ মোর্শেদ চৌধুরী

.... তবুও আমি স্বপ্ন দেখি ... (স্বপ্ন, বাস্তব এবং ব্লগের সর্বস্বত্ব ব্লগার কতৃক সংরক্ষিত)

“পদ্মপাতার জল” – আমার লেখা ভিন্ন স্বাদের আটটা গল্পের সংকলন। গল্পগুলো সর্বপ্রথম প্রকাশিত হয় বাংলা ভাষার দুটো জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইন–বাঁধ ভাঙ্গার আওয়াজ এবং প্রথম আলো ব্লগ-এ। গল্পগুলোর প্রথম পাঠক যেমন ব্লগাররা, তেমনই প্রথম সমালোচকও তারাই। তাদের উৎসাহ ও অনুপ্রেরনাতেই আজ ই-বুক আকারে আমার প্রথম গল্পগ্রন্থ বের করার সাহস দেখাতে পারছি। বাংলা ভাষার প্রথম ই-বই মেলা আয়োজন করার জন্য আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাই প্রথম আলো ব্লগ কতৃপক্ষকে। এ ধরনের উদ্যোগ আমাদের মত নুতন লেখকদের জন্য এক অনন্য সুযোগ বলে আমি মনে করি। ব্লগের প্রধান সঞ্চালক মাহবুব মোর্শেদ ভাইয়ের প্রতি রইলো এজন্য বিশেষ কৃতজ্ঞতা। পাঠক এবং ব্লগ সমূহের সহযোগিতা পেলে ভবিষ্যতে এ গন্থকে আরো সমৃদ্ধ করে পূর্নাঙ্গ বই আকারে প্রকাশের ইচ্ছে রইলো। - : - : - নিচের লিঙ্ক থেকে পিডিএফ আকারে গ্রন্থটি ডাউনলোড করা যাবে। পদ্মপাতার জল

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।