আমাদের কথা খুঁজে নিন

   

তিন চ্যানেলে চয়নিকার নাটক নিয়ে মাসজুড়ে উৎসব

সমপ্রতি নির্মাতা চয়নিকা চৌধুরী তার ক্যারিয়ারের ২০০তম একক নাটক 'জুয়াড়ি' নির্মাণ করেছেন।

গত ঈদে এটিএন বাংলায় এই এটি প্রচার হয়েছে। ডবল সেঞ্চুরি এবং চলতি মাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর ক্যারিয়ারে যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা, একুশে টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশনে মাস জুড়ে প্রচার হবে চয়নিকা নির্মিত জনপ্রিয় এবং আলোচিত বেশ কিছু নাটক। এটিএন বাংলায় প্রতি বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় প্রচার হবে মোট ৫টি নাটক। এগুলো হচ্ছে- 'মায়া', 'নীল মলাট', 'বিকেলের আলো', 'হারায়ে খুঁজি তারে' এবং 'নীল কুয়াশায়'।

একুশে টিভিতে প্রতি শুক্রবার রাত ১০টা ১০ মিনিটে প্রচার চারটি নাটক। এগুলো হলো- 'আমি তুমি তিনজনে', 'নির্বাচিত দুঃখ কষ্ট', 'জায়গা শুদ্ধ বাড়ি'], 'এসএমএস'। আর মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্রবার রাত ১২টায় প্রচার হবে ৪টি নাটক। এগুলো হচ্ছে- 'আমি হয়তো মানুষ নই', 'সূর্যাস্তের আগে', 'পোড়া প্রেম', 'গোলমাল'। এছাড়া এনটিভিতে ১৫ সেপ্টেম্বর রাত ৯টায় প্রচার হবে নাটক 'অনন্ত তোমা মাঝে'।

এছাড়া একই প্রচার হবে 'শুভসন্ধ্যা' অনুষ্ঠানে সাক্ষাৎকার।

চয়নিকা চৌধুরী বলেন, মানুষ মারা গেলে এমন সম্মান পায় হয়তো। কিন্তু আমি বেঁচে থাকতে সম্মান পেলাম। প্রতিটি চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাতে চাই আমার সব ভক্ত-দর্শক, অভিনয়শিল্পী, নাটক্যকার, সাংবাদিকদের।

যারা আমার চলার পথের শুভাকাঙ্খি। সবশেষে ওপরওয়ালাকে ধন্যবাদ। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।