আমাদের কথা খুঁজে নিন

   

কেমন করে এলাম

FROM MIRPUR DHAKA

আমার একটা জীবন ছিল - এ জীবনের আগে - কেমন করে এলাম, তবে শোন - সেই জীবনে স্বপ্লে দেখি হিমালয়ের বুকে বরফ হয়ে মিশে - আশা ছিল তাকে দেখার ভিষন - ধৈর্যের পরীক্ষায় একদিন দেখা হলো - তাও আবার বহু দুর থেকে - প্রথম দেখায় প্রেম - ভিষন কষ্ট কারণ বৈচিত্র চাইছিল প্রাণ - ইচ্ছেগুলো - ফুঁলে ফেপে ফেটে পরলো একদিন - তার কাছে আমার যেতেই হবে - যাবোই যাব - বলতেই হবে অব্যক্ত সব - কিন্তু একি, কাছে গিয়ে দেখি আকাশ ছোঁয়া - আমি নগন্য এক পিপিলিকা - তারপরও মহামায়া "ভালবাসি" বলতেই - গ্রহণ করলো সাদরে - এভাবে অনেক দিন কাটলো - এভাবেই অনেক দিন চলতে চলতে চলতে চলতে - সে আমায় অনেক কিছুই দিলো - দিতে দিতে বাকী ছিল হৃদয়টা তার - যা আমি চাই-ই চাই - হিমালয় আমায় এতই ভালবাসলো যে - একদিন তার ভারী ও বিশাল হৃদয়টা অর্পণ করলো - পুরণ হওয়া সেটাই ছিল শেষ আশা - মানে এই জীবনে পর্দাপন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.