আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধিনতার ৩৭বৎসর পর

বাঁশীর জগতে স্বাগতম। আসুন সুরের মুর্ছনায় নিজেকে বুঝতে শিখি

"স্যার দুই দিন ধইরা আমি না খাইয়া আছি। আমারে দস্ টা ট্যাকা দিবেন? ভাত খাইমু , ও স্যার ........." কথাটা শেষ হতে না হতেই মাটিতে শুয়ে পড়ল এবং অঞ্জান হয়ে গেল। ১০/১২ বয়স ছেলেটির ঞ্জ্যান ফিরার পর জানতে পারলাম কাজ করে এক প্রিন্টিং প্রেস কারখানয়। মালিক ঠিকমত পারিশ্রমিক দেয়না তার উপর ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করতে হয়। আমাদের এ দেশে আরও কত মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় থেকে বণ্চিত। আমরা আর কতদিন অধিকার আদায় থেকে বণ্চিত থাকব। স্বাধিনতার ৩৭বৎসর পর এ কোন জগতে বসবাস করছি। মানুস এত নিষ্ঠুর হতে পারে? আমাদর দেশে শিশু শ্রম আইন আছে কিন্তু তার কোন প্রয়োগ দেখতে পাই না কেন? আমার প্রশ্ন- একবিংশ শতাব্ধির দাড়িয়ে এসব আমরা কি দেখছি? আমরা সভ্য জাতি হিসাবে সমাজের কাছে কতটুকু নিজেদের তুলে ধরতে পারছি?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।