আমাদের কথা খুঁজে নিন

   

কলিগপুত্র ভাবে ইস, মা-টা যদি বাবার মত হতো!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগপুত্র কোন অংশে কম নয়। আস্ত মুরগীর রোস্ট ছাড়া তার মুরগী খাওয়া হয় না। সাত বৎসর বয়সে দশাশই পাহলোয়ান। দুটো টিভিতে কার্টুন দেখে। ইদানিং তার মিশরের মমির দিকে প্রচন্ড ঝোক দেখা যাচ্ছে। মমির স্টিকার, গেমস ও মুভি তার নিত্যিদিনের বায়না। কলিগপত্নী বেজায় বিরক্ত এত সব বায়না সামলাতে সামলাতে। কিন্তু কলিগ উদার। একদিন পুত্র বলে, ইস, মা-টা যদি বাবার মত হতো! কলিগ পত্নী বলে, তোকে আর তোর বাপকে মিশরে পাঠিয়ে দেবো! পুত্র বলে, হোয়াই মাম্মি? কলিগের বউ বলে, অল ড্যাডিস ইন মিশর বিকামস মাম্মি আফটার ডেথ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.