আমাদের কথা খুঁজে নিন

   

আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন রাজাকারমুক্ত হবে বাংলাদেশ । আর সাথে সাথে জাতি মুক্ত হবে চলমান রাজনীতির অপশাসন থেকে ।

সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই তাই আজীবন মানুষের গান গেয়ে যেতে চাই মাথা নষ্ট আমার । শাহবাগে এতগুলো লোক লীগ বিএনপি হতে পারে না আর বাম তো হতেই পারে না । প্রায় সবাই বয়সে তরুন । অথচ মিডিয়া আর ব্লগে এটা নিয়ে অনেকেই মিথ্যাচার করছে । আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিলাম না ।

এটাতে রাজনীতির রং যেন না মাখে সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে । আহা এই তরুণদের এ আন্দোলন যদি বিএনপি, লীগ, জামাত , এরশাদসহ সব জুলুমবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে হত , যদি হত নিরপেক্ষভাবে শুধুই দেশকে ভালবাসার আন্দোলন, যদি তৃতীয় কোন প্লাটফরম তৈরীর আন্দোলন তাহলে সত্যিই অনেক উপকার হত এ অভাগা দেশটার । আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন রাজাকারমুক্ত হবে বাংলাদেশ । আর সাথে সাথে জাতি মুক্ত হবে চলমান রাজনীতির অপশাসন থেকে । জয় তারুণ্য , জয় তোমাদের হবেই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।