আমাদের কথা খুঁজে নিন

   

সরি ড. ইউনুস.....

নিজের সম্পরকে আমার কিছুই বলার নাই...

আশা করি পাঠকগণ বুঝবেন, একটা নোবেল পুরস্কার বাংলাদেশকে কতটুকু পরিচিত করেছে । ঠিক আছে বুঝলাম গ্রামীন ব্যাংক এর অনেক প্রবলেম আছে। সেটা কোনো আলোচনা বা দাবীর মাধ্যমে ঠিক করা যায় কিনা সে ব্যাপারটা আমাদের ভেবে দেখতে হবে। এই যে একটা মানববন্ধনের মাধ্যমে ড. ইউনুসকে ধিককার জানানো হল,সেটা কতটুকু গরীব মানুষের সাহায্যে আসবে সে ব্যাপারএ আমার সন্দেহ আছে। সেটা না করে যারা প্রতিবাদ করতে চান তারা যদি সরাসরি ড. ইউনুসের সাথে দেখা করে প্রবলেমটা সলভ করার দাবী করতেন সেটা কি ভাল হতনা?তিনি দারিদ্র বিমোচনের মুল থিমটার কারণে নোবেল পেয়েছেন কিনতু রুট লেভেল এ তো তিনি কাজ করেননাই।

সেখানে কিভাবে টাকা তোলা হচছে সেটা নিশ্চয় তার ভালো জানার কথানা। কেউ যদি হাতে “পাওয়ার” পেয়ে তা ভুল কাজ এ লাগায় তাহলে সেটা উপযুক্ত জায়গায় অভিযোগ করাটাই ভালো বলে মনে করি। ড. ইউনুস সাহেব শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, অরথনীতিতে পাননাই। কারণ তিনি বলেছিলেন, দারিদ্র বিমোচোনই একটি দেশের শান্তির মুলমন্ত্র। তিনি এই কথাটা বলে শানতির দিকেই বেশী জোর দিয়েছেন।

সে কারনেই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। আমাদের কথা বাদ দিলাম, এই ওয়ারলডের ঠিক কতটা দেশ এ এখন গ্রামীন ব্যাংক এর থিম নিয়ে কাজ করা হচছে সেটা কি আমরা দেখেছি?কিছুদিন আগে রাহুল গান্ধী নিজে এই থিওরী তার এলাকায় ইউজ করার কথা বলেছহেন। এই থিওরি কাজে লাগানো বোকামি হোয়ে থাকে তাহলে তো অনেকেই আমাদের মত বোকা যারা এই বিশ্বের অনেক গুরুত্বপূণ পরযায়ে আছেন। (চলবে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।